দিলীপের মন্তব্যে তুঙ্গে চর্চা!

 




Indiapost24 Web Desk - আবারও দিলীপ ঘোষের নিশানায় বিজেপি-র রাজ্য নেতৃত্ব। “বিজেপির লোকেরা সংগঠন বোঝেন, আন্দোলন করতেও জানেন, কিন্তু ভোট করাতে জানেন না।” ফের একবার লোকসভা ভোটে দলের ভরাডুবি নিয়ে দলের রাজ্য নেতৃত্বকে বিঁধেছেন বিজেপির প্রাক্তন এই সাংসদ।

“২০২১ সালের নির্বাচনে আমাদের ৭৭ টি আসন ছিল। আশা ছিল, আমরা ১০০-র বেশি আসন পাব। তা হয়নি। আমরা সংগঠন জানি, আন্দোলন করতেও জানি, কিন্তু ভোট করাতে জানি না। প্রত্যেকটা নির্বাচন থেকে আমাদের শিক্ষা নিতে হবে। দল ডেকেছে তাই কর্মসূচিতে আসছি-যাচ্ছি, বিজেপিতে এটা চলে না। বিজেপি দলটা একটা আদর্শ ও লক্ষ্য নিয়ে চলে।”

উল্লেখ্য, লোকসভা নির্বাচনে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্র থেকে দিলীপ ঘোষকে প্রার্থী করেছিল বিজেপি। লোকসভা ভোটে গোটা রাজ্যে বিজেপির খারাপ ফল হয়েছে। বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে হারতে হয়েছে দিলীপ ঘোষকেও। ভোটে হারার পরেই তির্যক মন্তব্যে দলের রাজ্য নেতৃত্বকে নিশানা করেছিলেন দিলীপ ঘোষ। মেদিনীপুর থেকে তাঁকে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে তুলে আনার পিছনে ‘কাঠিবাজি’ তত্ত্ব খাড়া করেছিলেন দিলীপ ঘোষ।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment