বাজেটে মধ্যবিত্তদের জন্য কি কি ঘোষণা?

 


Indiapost24 Web Desk:এদিন মঙ্গলবার, ২৩ জুলাই সংসদে সপ্তম বারের জন্য বাজেট পেশ করলেন মোদি সরকারের  অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এবারের বাজেট থেকে করদাতাদের প্রত্যাশা ছিল অনেক। বাজেটে করদাতাদের অনেক ধরনের ত্রাণ দেওয়া হতে পারে বলে ধারণা ছিল বিশেষজ্ঞদের। তবে কেন্দ্রীয় বাজেটে আংশিক সুরাহা পেলেন করদাতারা। বেতনভূক কর্মচারীদের আংশিক সুরাহা। বার্ষিক ৩ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে দিতে হচ্ছে না কোনও কর। নয়া করকাঠামোয় ৩ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও কর দিতে হচ্ছে না।

বার্ষিক ৩ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর দিতে হবে ৫ শতাংশ। ৭ থেকে ১০ লক্ষ টাকা আয়ে দিতে হবে ১০ শতাংশ কর। ১০ থেকে ১২ লক্ষ টাকা আয়ে ১৫ শতাংশ। ১২ থেকে ১৫ লক্ষ টাকা আয়ে ২০ শতাংশ। শেষে ১৫ লক্ষ টাকা বার্ষিক আয় থেকে শুরু করে বর্ধিত আয়ে দিতে হবে ৩০ শতাংশ কর। স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ হাজার থেকে বেড়ে ৭৫ হাজার টাকা করা হল। কর্পোরেট ট্যাক্সের হার ৪০ থেকে ৩৫ শতাংশে নামিয়ে আনা হবে, বলেছেন অর্থমন্ত্রী।কেন্দ্রীয় বাজেটে পূর্ব ভারতের জন্য বিরাট বরাদ্দের ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের। মঙ্গলবার সংসদে বাজেট পেশ করে সীতারমণ বলেন, “আমরা বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের সর্বাঙ্গীণ উন্নয়নের জন্য পূর্বোদয়া পরিকল্পনা প্রণয়ন করব,”। বিহারের বাজেটের অধীনে নির্দিষ্ট উদ্যোগগুলি তুলে ধরতে চলেছেন৷

মোদি সরকারের এবারের কেন্দ্রীয় বাজেটে দাম কমল মোবাইল, ট্যাবলেট ও চার্জারের। বেশ খানিকটা দাম কমল মোবাইল, ট্যাবলেট ও চার্জারের। এ ছাড়াও সস্তা হবে স্বর্ণ ও রৌপ্য । মোবাইল ফোন ও যন্ত্রপাতির দেশীয় উৎপাদন বেড়েছে। মোবাইল ফোন ও মোবাইল চার্জারের ওপর শুল্ক কমানো হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। 

কেন্দ্রীয় অর্থ মন্ত্রী বাজেট পেশ করে বলেছেন যে, ক্যান্সার রোগীদের জন্য আরও তিনটি ওষুধ সম্পূর্ণ শুল্কমুক্ত করা হবে। এক্স-রে টিউব এবং ফ্ল্যাট প্যানেল ডিটেক্টরের উপরও শুল্ক কমানো হবে বলে জানা গিয়েছে। সোনা ও রূপার ওপর শুল্ক কমানো হবে ৬ শতাংশ এবং প্লাটিনামের ওপর ৬ দশমিক ৪ শতাংশ। মোবাইল, মোবাইল ট্যাবলেট, চার্জারের শুল্ক ১৫% কমতে পারে।

এ ছাড়াও কর্মসংস্থানের বিশেষ ব্যবস্থার কথা বলা হয়েছে এই বাজেটে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তার বাজেট বক্তৃতায় বলেছেন যে 'সরকার আগামী পাঁচ বছরে শীর্ষ ৫০০ কোম্পানিতে এক কোটি যুবককে ইন্টার্নশিপের সুযোগ দেবে। এই ইন্টার্নশিপ হবে ১২ মাসের জন্য। এতে তরুণরা ব্যবসার বাস্তব পরিবেশ জানতে এবং বিভিন্ন পেশার চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সুযোগ পাবে। এর আওতায় যুবকদের প্রতি মাসে ৫,০০০ টাকা ভাতাও দেওয়া হবে। শুধু তাই নয়, সাহায্য হিসেবে তাদের দেওয়া হবে ছয় হাজার টাকা। "কোম্পানিগুলিকে তাদের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে প্রশিক্ষণের খরচ এবং ইন্টার্নশিপ খরচের ১০ শতাংশ বহন করতে হবে।"

কেন্দ্রীয় বাজেটে নারী উন্নতিতে দিকে দৃষ্টিনিক্ষেপ করা হয়েছে। মহিলাদের জন্য একগুচ্ছ বিশেষ ঘোষণা করলেন অর্থমন্ত্রী। মহিলাদের জন্য বিশেষ হোস্টেলের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। এদিন অর্থ মন্ত্রী বলেন, ‘আমরা চাইছি মহিলারা আরও বেশি করে কর্মজগতে আসুন’ 'সেজন্য মেয়েদের হস্টেল এবং মহিলা প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করা হবে'।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment