Indiapost24 Web Desk:নরেন্দ্র মোদীর তৃতীয় ইনিংস অসমাপ্তই থাকবে। সংসদের বাজেট অধিবেশনের পরই আগষ্টেই পতন হবে মোদী সরকারের। এমন ভবিষ্যৎবাণী করে জাতীয়স্তরে চাঞ্চল্য ছড়ালেন রাষ্ট্রীয় জনতা দলের প্রতিষ্ঠাতা তথা সুপ্রিমো বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব। যিনি বিহারে পশুখাদ্য কেলেঙ্কারিতে আদালতের রায়ে দোষী সাব্যস্ত হয়ে জেল খেটেছেন। সংসদীয় জীবন খুইয়েছেন। এই লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে পশুখাদ্য কেলেঙ্কারিতে মনমোহন সিং-এর আমলে অভিযোগ দায়ের হয়। সি বি আই তদন্তে মুখ্য আধিকারিক ছিলেন পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গে তৃণমূলের মন্ত্রী অবসরপ্রাপ্ত আই পি এস উপেন বিশ্বাস। সি বি আইয়ের প্রাক্তন জয়েন্ট ডিকেক্টর উপেন বিশ্বাসের তদন্ত রিপোর্টের ভিত্তিতেই লালু দোষী সাব্যস্ত হয়ে জেল খাটেন, সংসদীয় জীবনে ছেদ পড়ে।
সেই লালু প্রসাদ যাদব এখন ইন্ডিয়া জোটের শীর্ষ নেতা। তাঁর মুখে মোদী সরকারের সম্ভাব্য পতনের ভবিষ্যৎবাণী নিয়ে রাজনৈতিক চাঞ্চল্য তৈরি হয়েছে। চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম, সংযুক্ত জনতা দলের নীতিশ কুমার, লালন সিং-য়েরাও লালুর ভবিষ্যৎবাণী উদ্দেশ্য প্রণোদিত বলে পালটা আক্রমণে গেছেন।
বিজেপিও লালুর বক্তব্যে তীব্র প্রতিক্রিয়ায় জানিয়েছেন যে দেশে রাজনৈতিক অস্থিরতার বলে লালু প্রসাদ যাদব গুজব ছড়াচ্ছেন। বাস্তবে বিহারে তাঁর দলের জোটই সংকটে। তাঁর থেকে নজর ঘোরাতে বিহারে আবার ইন্ডিয়া জোট সরকার গঠন ও মোদীর পতনের স্বপ্ন দেখছেন। যা কখনই বাস্তবায়িত হবে না।
এদিকে কলকাতার এক জ্যোতিষী সন্দীপ চক্রবর্ত্তী আবার ভবিষ্যৎবাণী করেছেন যে এবারের দুর্গাপুজার আগেই কেন্দ্রে মোদী-সরকারের পতন6 হবে। ইন্ডিয়া জোট ও বিজেপির দলছুট শরিকরা কেন্দ্রে সরকার গড়বে। আর সেই সরকারের প্রধানমন্ত্রী হবেন বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা সহ পশ্চিমবঙ্গের আনাচে কানাচেতে তৃণমূল কংগ্রেসের নেতা, কর্মী ও সমর্থকরা স্বপ্ন দেখছেন যে, অভ্যন্তরীণ সংঘাতে মোদী সরকারের পতনের। তারপর ইন্ডিয়া জোটের সর্বসম্মত মুখ হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দেশের প্রধানমন্ত্রী হতে চলেছে। লালুর আগষ্ট, বাঙ্গালী জ্যোতিষীর অক্টোবর জল্পনা নিয়ে মশগুল দেশের রাজনৈতিক মহল।
0 comments:
Post a Comment