Indiapost24 Web Desk:অন্য বছরের মত এবারও ২১শে জুলাই কলকাতায় শহিদ স্মরণ দিবস পালনের ব্যাপক কর্মসূচী নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। কলকাতায় ২১শে জুলাই ১০ লক্ষ তৃণমূল কর্মী, সমর্থক ও সাধারণ মানুষের জমায়েত করতে প্রস্তুতি নিয়েছে তৃণমূল কংগ্রেস।
সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বিজেপিকে হারিয়ে ২৯ আসনে জিতে বাজিমাত করেছে তৃণমূল কংগ্রেস। স্বাভাবিক ভাবে এবারের শহিদ দিবসের সমাবেশে আলাদা মাত্রা থাকতে চলেছে। জেলায় জেলায় দলীয় কর্মী-সমর্থকদের ট্রেনে-বাসে-গাড়িতে আনতে পারে অতি তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
২১শে জুলাই-এর ব্যাপক প্রচারে ইতিমধ্যে দেওয়াল লিখন, ফ্লেক্স, হোডিং দেওয়া হয়েছে। সর্বত্র শুধু দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ও নাম। দলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি-নাম বাদ রাখা হয়েছে। তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর দেওয়া লিখিত নির্দেশে জানানো হয় যে, একমাত্র ছবি ও নাম থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের। অন্য নাম, ছবি রাখা যাবে না। ২১শে জুলাইয়ের স্লোগানও তৃণমূলের রাজ্য নেতৃত্বের তরফে বিভিন্ন জেলা নেতৃত্বকে জানানো হয়েছে। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম, ছবি ২১শে জুলাই-এর প্রচারে বাদ থাকায় দলের অন্দরে চাপা চাঞ্চল্য তৈরি হয়েছে।
আক্ষরিক অর্থে এবার তৃণমূল কংগ্রেস দলের শহিদ স্মরণ সমাবেশ পুরোপুরি মমতাময় হয়ে উঠেছে। দমদম বিমান বন্দর থেকে ভি আই পি রোড-ই এম বাইপাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাট আউট, হোডিং ও ছবি লাগানো ফ্লেক্সে ভরে গিয়েছে। ২৪-এর লোকসভা নির্বাচনে বিশাল জয়ের পর এবার কার্যত ২৬-এর বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে প্রাক-নির্বাচনী পরিবেশ গড়ে উঠেছে এবারের ২১শে জুলাইয়ের শহিদ স্মরণ সমাবেশ।
তৃণমূল কংগ্রেস এবারের লোকসভা নির্বাচনের ফলের নিরিখে রাজ্যের ৯১টি বিধানসভা কেন্দ্রে পিছিয়ে কলকাতা, বিধাননগর, শিলিগুড়ি, আসানসোল সহ একাধিক পুর নিগম, পুর সভায় খারাপ ফল করেছে তৃণমূল কংগ্রেস। পুর এলাকায় সামগ্রিক ভাবে বিজেপি এগিয়ে থাকায় ক্ষুব্ধ স্বয়ং তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাই পুর এলাকার মধ্যবিত্তদের আস্থা ফিরে পেতে এখন রাজ্য জুড়ে চলছে হকার উচ্ছেদ অভিযান। এর পাশে বে-আইনিভাবে সরকারি জমি দখলের বিরুদ্ধে অভিযানে বুলডোজারও নামানো হয়েছে। বিরোধীরাও রাস্তায় নেমে প্রতিবাদে নেই। ফলে সহজ হয়েছে প্রশাসনের কাজ। ২১শে জুলাই মমতা জাতীয় রাজ্য রাজনীতিতে কি বার্তা দেন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
0 comments:
Post a Comment