বন্দুক হাতে তৃণমূলের যুবনেতা

 


Indiapost24 Web Desk:এবার বন্দুক হাতে তৃণমূলের এক  ছাত্রনেতার ছবি সোশ্যাল মিডিয়ায় বিদ্যুৎ গতিতে ভাইরাল হয়েছে। শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। যুব তৃণমূলের ওই নেতার একের পর এক ছবি দেখা যাচ্ছে বন্দুক হাতে। কখনও নিজের মুখে বন্দুক ধরে চোখ পাকিয়ে পোজ দিচ্ছেন ভাটপাড়ায় শাসকদলের ওই যুবনেতা শুভাশিস চক্রবর্তী। কখনও তিনি বন্দুক তাক করে আছেন সামনের দিকে। যদিও এই ছবির সত্যতা যাচাই করে দেখেনি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা। তবে তৃণমূলের এই ছাত্রনেতার এমন দুঃসাহসিক ছবি ঘিরে বিতর্কের ঝড় উঠেছে।

উত্তর ২৪ পরগনার ভাটপাড়ার ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূলের ছাত্রনেতা শুভাশিস চক্রবর্তী। পুলিশের খাতায় এর আগেও তার নামে একাধিক অভিযোগ রয়েছে। এবার বন্দুক নিয়ে সোশ্যাল মিডিয়ায় তার বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে। এমন ছবি ভাইরাল হওয়ার পরেও পুলিশ তাকে গ্রেফতার করেনি কেন সেই প্রশ্ন তুলেছেন বিরোধী রাজনৈতিক দলের নেতারা। তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের সঙ্গেও শুভাশিসের ছবি দেখা গিয়েছে।

তবে এবার এই ঘটনা প্রকাশ্যে আসতেই শুভাশিসের সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করেছে রাজ্যের শাসক দল। “শুভাশিস দলের কোনও পদে নেই”, এমনই বলেছেন ভাটপাড়ার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ। তার বিরুদ্ধে এমন অভিযোগ প্রমাণ হলে পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেবে বলেও তৃণমূল নেতৃত্ব আশ্বাস দিয়েছে।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment