আবার অসমে প্রচারে রাহুল গান্ধী?

 


Indiapost24 Web Desk:জাতীয় কংগ্রেস নেতৃত্ব উত্তর-পূর্বাঞ্চলে সাম্প্রতিক লোকসভা নির্বাচনে পাওয়া সমর্থনকে সংহত করতে চাইছেন। অসমে প্রচার-সংগঠনে জোর দিতে চাইছে কংগ্রেস হাইকম্যান্ড। কংগ্রেস উত্তর-পূর্বে অসমে-৩, নাগাল্যান্ড, মেঘালয়ে-২ ও মণিপুরে ২টি লোকসভা আসন জিতেও উজ্জীবিত হয়ে উঠেছে। অসমের ধূবড়ি, নগাঁও, জোরহাটে জয় পাওয়ার পাশে করিমগঞ্জ অল্পের জন্য  হাতছাড়া হয়েছে কংগ্রেস। অসমে দুর্বল সংগঠন সত্ত্বেও জনগণের নীরব সমর্থনে উজ্জীবিত অসম প্রদেশ কংগ্রেস নেতৃত্ব্। হিমন্ত বিশ্ব শর্মা জনপ্রিয়তা হারাচ্ছেন মনে করে ২৬-এর প্রস্তুতি শুরু করেছে কংগ্রেস।

২৬-এ কেরালা, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও অসমে রাজ্য বিধানসভা নির্বাচন। তার আগেই অসমে কংগ্রেস সমর্থন সংহত করার পাশে হিমন্ত বিশ্ব শর্মা সরকারের জন বিরোধী নানা নীতি, বেকাই, মূল্যবৃদ্ধি, মুসলিমদের বিরুদ্ধে রাজ্য সরকারের বৈষম্যমূলক নীতি, সি এ এ- এন আর সি নিয়ে ব্যাপক প্রচারে নামার পরিকল্পনা নিয়েছে। রাস্তায় নেমে আন্দোলনের ভাবনা রয়েছে কংগ্রেস নেতৃত্বে। 

অসম প্রদেশ কংগ্রেসের এক শীর্ষ রাজ্য নেতা জানান যে, আগামী দিনে কংগ্রেস রাজ্য নেতা জানান যে আগামী দিনে কংগ্রেস রাজ্যে বামপন্থী ও অন্য দলদের নিয়ে গড়া ইন্ডিয়া জোটকে শক্তিশালী করার পাশে বেকারি, দ্রব্যমূল্যবৃদ্ধি, সহ জনগণের ইস্যুতে গণ আন্দোলনে নামবে। অসম প্রদেশ কংগ্রেস এ নিয়ে বিস্তারিত কর্মসুচীর পরিকল্পনা নিয়েছে। কংগ্রেসের জাতীয় নেতাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন সাংসদ গৌরব গগৈ।

২৬-এ অসমে হিন্দু সাম্প্রদায়িক বিজেপি সরকারকে হটাতে প্রচার অভিযান, জনসংযোগে নামা হবে। মুসলিম-দলিত জনজাতিদের একজোট করা হবে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জূন খাড়গে, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ কংগ্রেসের শীর্ষ নেতা-নেত্রীদের এনে ব্যাপক প্রচার অভিযান চালানো হবে জানান অসম প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা। ইতিমধ্যে কংগ্রেসের অন্দরে প্রচার সংগঠনের প্রস্তুতি চলেছে।

সি পি এম, সি পি আই, সি পি আই (এম এল) লিবারেশন, অখিল গগৈ-এর কৃষক মুক্তি সমিতির সঙ্গে আলোচনা করে অসম রাজ্যে গণ আন্দোলনের রূপরেখা তৈরি করা হবে। কংগ্রেসের আশা ২৬-এর অসম বিধানসভা নির্বাচনের আগে চাপ বাড়ানো সম্ভব হলে বিজেপিতে ভাঙ্গন অনিবার্য হয়ে উঠবে। তাসের ঘরের মত ভেঙ্গে পড়বে হিমন্ত বিশ্ব শর্মার প্রশাসন ও সরকার। জাতীয়স্তরে মোদী সরকারের স্থায়ীত্ব নিয়ে মোটেই আশাবাদী নয় কংগ্রেস।

অসম প্রদেশ কংগ্রেস নেতৃত্বের তরফে অসমের সাম্প্রতিক লোকসভা নির্বাচন নিয়ে বিস্তারিত তথ্য ও মূল্যায়ণ কংগ্রেসের কেন্দ্রীয় নেতাদের কাছে পাঠানো হবে। প্রদ্যুত বরদলুই, গৌরব গগৈ ও রকিবুল হোসেনের সঙ্গে এ নিয়ে কথা বলেছেন অসম প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment