বিধানসভা চত্বরে তুমুল হট্টগোল,অভিযোগ তৃণমূল বিধায়কের গাড়ি ধাক্কা

 


Indiapost24 Web Desk:আজ  প.বঙ্গ বিধানসভা চত্বরে তুমুল হট্টগোল।  তৃণমূলের বিধায়কের গাড়ি তাঁকে সজোরে ধাক্কা মেরেছে বলে অভিযোগ ডাবগ্রাম ফুলবাড়ীর বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ের। শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে বিধানসভা চত্বরে তুমুল গন্ডগোল বেধে যায়। শুধু শিখা চট্টোপাধ্যায়ই নন, এদিন তৃণমূলের ওই বিধায়কের গাড়ি তাঁকেও ধাক্কা মেরেছে বলে অভিযোগ তুলেছেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়াও।

জানা গিয়েছে, এদিন তৃণমূল বিধায়কদের কেন্দ্রীয় সরকারকে আক্রমণ নিয়ে বিধানসভার অন্দরে বিক্ষোভ দেখিয়েছেন বিজেপি বিধায়করা। পরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধানসভা কক্ষ থেকে বাইরে বেরিয়ে গিয়ে বিক্ষোভ শুরু করেন গেরুয়া দলের বিধায়করা। এরই মধ্যে সেই সময় বিধানসভায়  ঢুকে পড়ে জয়নগরের তৃণমূল বিধায়ক বিশ্বনাথ দাসের গাড়ি।

অভিযোগ, বিধানসভায় ঢোকার সময় তৃণমূল বিধায়ক বিশ্বনাথ দাসের গাড়ি ডাবগ্রাম ফুলবাড়ির বি জে পি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়কে ধাক্কা দেয়। বনগাঁ উত্তরের বিজেপি বিধায়কও এই একই অভিযোগে সরব হন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডাবগ্রাম ফুলবাড়ির বি জে পি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় বলেন, “একটা হর্নও দিলেন না। আমাদের ধাক্কা মেরে গাড়ি নিয়ে ঢুকে যাচ্ছেন। ওদের কোনও মানবিকতা নেই।”

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment