আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে প্রয়োজন সচেতনতা মূলক প্রচার

 



Indiapost24 Web Desk:আজকাল ফেসবুক-ইনস্টাগ্রাম খুললেই বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের কণ্ঠস্বরকে সঙ্গী করে ভিডিও দেখতে পাওয়া যাচ্ছে। একজন কনটেন্ট ক্রিয়েটর তিনি কোন বিশিষ্ট ব্যক্তির গলা নকল করে ভিডিও বানাচ্ছেন। কিন্তু বিশিষ্ট ব্যক্তির গলা থাকি নকল করা নাকি এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে করা। সাইবার বিশেষজ্ঞরা বলছেন, এটা বিশেষ ধরনের ইআই সফটওয়্যার দিয়ে তৈরি করা গলা। এর জন্য সেই ব্যক্তির 'অরিজিনাল' কিছুক্ষণের কণ্ঠস্বর প্রয়োজন। তাহলেই হবে কেল্লাফতে। সেই আসল কণ্ঠস্বরকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর বিশেষ সফটওয়্যার দিয়ে তৈরি হচ্ছে ভয়েস মডিউল সিস্টেম।  যা সহজেই পাওয়া যাচ্ছে ইন্টারনেটের জালে। বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটররা সেই ভয়েস মডিউল সিস্টেমকে কিনে নিচ্ছেন অথবা ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক কন্টেন্ট ক্রিয়েটর জানালেন,'আমি তো ফানি ভিডিও তৈরি করতে পছন্দ করি। বহু মানুষ সেটা দেখেন। এই ধরনের ভিডিও তৈরি করতে বিভিন্ন ব্যক্তিত্বদের কণ্ঠস্বর প্রয়োজন হয়। আমি সেটা ডাউনলোড করে নিই।' কনটেন্ট ক্রিয়েটর হয়তো তার 'ফানি ভিডিও'র জন্য এই কণ্ঠস্বর ব্যবহার করেন। কিন্তু অনেকে সমাজে সমস্যা তৈরীর জন্য ব্যবহার করেন। 'তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।' জানালেন আইনজীবী অনিন্দ্য রাউত। পুলিশের সাইবার ক্রাইমের দায়িত্বে থাকা এক অফিসারের মতে, কোন ব্যক্তির গলা দিয়ে বিভিন্ন মানুষকে ফোন করে বিভ্রান্ত করা হয়। ব্যাংক থেকে বলছি বলে টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনাও হয়। কিছুদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এআই ভয়েজ নিয়ে উসমা প্রকাশ করেছিলেন। 'এটা তো হয়। বিশৃঙ্খলা ঘটানোর জন্য বা টাকা হাতিয়ে নেওয়ার জন্য এই ধরনের ঘটনা ঘটে। অভিযোগ এলে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করি।' দায়িত্বপ্রাপ্ত অফিসারের বক্তব্য। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে অনেক ভালো কাজ হচ্ছে। চিকিৎসা ক্ষেত্রে অনেক বড় অপারেশনে এআই-এর  সাহায্য নেওয়া হচ্ছে। ‌ এখন তো হোয়াটসঅ্যাপেও এআই চলে এসেছে। আলো থাকলে অন্ধকারও থাকবে। সেই কারণে কিছু অপরাধমনস্ক মানুষ এই আধুনিক বিষয় ব্যবহার করে নিজেদের কার্যসিদ্ধি করে। 'এটাই এখন ভয়ংকর হয়ে দাঁড়াচ্ছে। সাইবার ক্রাইম শাখায় প্রচুর অভিযোগও আসে। অভিযোগের ভিত্তিতে আপনার ব্যবস্থা নিচ্ছি। তোমার অনেক ক্ষেত্রে ধরা যাচ্ছে না।' দায়িত্বপ্রাপ্ত অফিসারের বক্তব্য। অত্যন্ত উন্নত সফটওয়্যার ব্যবহার করে কিছু অপরাধমনস্ক মানুষ সমাজের ক্ষতি করার জন্য এআই ব্যবহার করে। এই সামাজিক ব্যাধি রোধ করার জন্য প্রয়োজন সমাজ সচেতনতা এবং আইনের সঠিক ব্যবহার। যারা কনটেন্ট ক্রিকেটার তাদেরও সচেতন হওয়া প্রয়োজন। সবকিছু নিয়েই এআই ব্যবহার করা বা এআই দ্বারা প্রতারিত হওয়ার হাত থেকে বাঁচার জন্য সচেতনতা মূলক প্রচারও প্রয়োজন রয়েছে।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment