মোদী-মমতার ঠান্ডা লড়াই?

 



Indiapost24 Web Desk:ইন্দিরা গান্ধী দিল্লির মসনদে থাকার  সময় এক ধারণা প্রচলিত ছিল যে প্রকাশ্য রাজনৈতিক সংঘাত বিরোধিতা ও ঠান্ডা লড়াইয়ের আবাহাওয়ার মধ্যেও নাকি ব্যক্তিগত স্তরে জ্যোতি বসুর সঙ্গে তাঁর রাজনৈতিক বোঝাপড়া ছিল।ইন্দিরা আমলে কমিউনিস্ট বামপন্থীরা কেন্দ্র রাজ্য সম্পর্ক নিয়ে বারবার পশ্চিমবঙ্গ কে বঞ্চনার ও উপেক্ষার জন্য দিল্লির দিকে  অভিযোগের আঙ্গুল তুলতেন। ইন্দিরা গান্ধী দু দফায় ক্ষমতা লাভের সময় কমিউনিস্টরা বারেবারে বঙ্গের প্রতি বঞ্চনার অভিযোগ আনতেন। শুধু অভিযোগ তোলাই নয়,  ইন্দিরা আমলে, এমনকি অন্য আমলেও বামপন্থীরা পশ্চিমবঙ্গ বার্ষিক   বন্ধ ও হরতালের ডাক দিতেন। ইন্দিরা জ্যোতির প্রকাশ্য রাজনৈতিক সংঘাত বিরোধিতা ও ঠান্ডা লড়াইয়ের আবাহাওয়ার মধ্যেও নাকি ব্যক্তিগত স্তরে জ্যোতি বসুর সঙ্গে তাঁর রাজনৈতিক বোঝাপড়া থাকত বলে মনে করতেন রাজনৈতিক মহল। ইন্দিরা  গান্ধী-জ্যোতি বসু, রাজীব গান্ধী, নরসিমা রাও এবং জ্যোতি বসুর মধ্যেও সঙ্ঘাতের  আবহের মধ্যেও সমঝোতা অব্যহত থাক্ত। 

এখনো রাজনৈতিক মহল মনে করেণ যে নরেন্দ্র মোদীর তৃতীয় দফার ১১ বছরের  শাসন কালে প্রকাশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে  রাজনৈতিক সংঘাত বিরোধিতা ও ঠান্ডা লড়াইয়ের আবাহাওয়ার মধ্যেও নাকি গোপন রাজনৈতিক বোঝাপড়া আছে। নানা ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় কে স্নায়ুর চাপে ফেলে মোদী রাজনৈতিক ফায়দা তুলতে সচেষ্ট এমন জল্পনা দিল্লি-কলকাতার রাজনৈতিক অলিন্দে একটু কান পাতলেই শোনা যায়। চিটগেট কান্ড,কয়লা ও গরু পাচার,সম্প্রতি আর জি কর কান্ড সহ নানা ইস্যুতে মমতার উপর চাপ সৃষ্টি করে মোদী অমিত শাহরা মমতা ও তাঁর ভাইপো অভিষেক কে জাতীয় স্তরে বিকল্প জোট গঠনের প্রক্রিয়া ভেস্তে দিতে চাইছেন।  মমতার মস্তিস্ক প্রসুত আঞ্চলিক দলগুলির সহযোগিতার তত্ব –র পিছনে মোদীর নীল নক্সা কাজ করছে বলে অভিযোগ কংগ্রেসের একাংশের। অখিলেশ যাদব কেজরিওয়াল বিজেপি বিরোধী তৃতীয় জোটেই উৎসাহী। মমতা মোদীর ঠান্ডা লড়াইয়ের ফলস্রুতি এই চেষ্টা বলে মনে করছেন রাজনৈতিক মহলের এক বড় অংশ। মহারাষ্ট্রে উদ্ধব-মমতা দোস্তির খবরে চাপে ইন্ডিয়া জোটের প্রধান শরিক দল কংগ্রেস।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment