*বাজারে আলু সরবরাহ সঠিক রাখতে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী*

 



ওড়িশা ও অসমকে আলু পাঠানোর সিদ্ধান্ত, তবে বাংলার কাছে চিঠি দিয়ে চাইতে হবে দুই রাজ্যের মুখ্যমন্ত্রীদের


Indiapost24 Web Desk:বাজারে আলু সরবরাহ সঠিক রাখাতে সব রকম উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। মঙ্গলবার এই প্রসঙ্গে নবান্নে এক উচ্চপর্যয়ের বৈঠক করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা। মুখ্যমন্ত্রী ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য সচিব, রাজ্যের মন্ত্রী, আলু ব্যবসায়ী সমিতির সদস্য, টাস্ক ফোর্সের সদস্য ও অন্যান্য শীর্ষ পর্যায়ের আধিকারিকেরা। নবান্ন সূত্রের খবর, বাজারে আলুর যোগান যেন সঠিক থাকে, কোথাও যেন কোন অসুবিধা না হয় সেদিকে তীক্ষ্ণ নজর রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আলু পেঁয়াজ সহ সবজির দাম যেন নিয়ন্ত্রণের মধ্যে থাকে তার দিকে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। নিয়মিত টাস্ক ফোর্সের সদস্যরা বাজারে নজর রাখেন সে বিষয়েও নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি বাংলার কাছে মৌখিক ভিত্তিতে আলু চেয়ে আবেদন করেছে ওড়িশা ও অসম সরকার। এর পরিপ্রেক্ষিতে এদিন বৈঠকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, ওড়িশা কিংবা অসম সরকার যদি বাংলার কাছে আলু চায়, সেক্ষেত্রে এই দুই রাজ্যের মুখ্যমন্ত্রীকে বাংলার মুখ্যমন্ত্রীর কাছে চিঠি লিখে আবেদন করতে হবে। আবেদন করার পর দক্ষিণবঙ্গ থেকে এক মেট্রিক টন আলু যাবে ওড়িশায় এবং উত্তরবঙ্গ থেকে আলু যাবে অসমে। যদি দেখা যায় বাজারে আলুর দাম ৩০-৩২ টাকার নিচে নামছে না, তাহলে অন্য রাজ্যে আলু রপ্তানির বিষয়টা পুনর্বিবেচনা করা হবে বলে এদিন বৈঠকের শেষে জানিয়েছেন মন্ত্রী বেচারাম মান্না। একইসঙ্গে এক লক্ষ মেট্রিক টন আলুর বেশি আলু রপ্তানি করা হয় তাহলে আলু রপ্তানি করা যাবে না বলেও জানা গিয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের আলু ব্যবসায়ী সমিতির নেতা লালু মুখার্জী বনধে সামিল হওয়ার জন্য মুখ্যমন্ত্রী সমালোচনার মুখে পড়েন। এদিন বৈঠকে মুখ্যমন্ত্রী পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, বাংলা ধর্মঘটের রাজ্য নয়। প্রাক্তন সরকারের সময় ধর্মঘট হলেও বাংলায় যেদিন থেকে মা মাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই দিন থেকে ধর্মঘটকে কোন ভাবেই প্রশ্রয় দেওয়া হয় না। অন্যদিকে যারা চোরা পথে বেআইনিভাবে আলু রপ্তানি করেছে এতদিন তাদের বিরুদ্ধেও তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নবান্ন সূত্রের খবর, এ বিষয়ে পুলিশকে বিশেষ নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বেআইনিভাবে আলু রপ্তানি করার ক্ষেত্রে যদি কোন সরকারি কর্মচারী জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত এই মুহূর্তে বাজারে আলু বিক্রি হচ্ছে ৩২ টাকায় এবং সুফল বাংলায় আলুর দাম কেজি প্রতি ২৮ টাকা। সম্প্রতি কয়েকদিন আগেও আলুর দাম বৃদ্ধি পেয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশে যেভাবে টাস্ক ফোর্সের নজরদারি চলে বিভিন্ন বাজারে তার ফলে আলুর দাম আবার কমে গিয়েছে। এই অবস্থায় প্রতিবেশী রাজ্যগুলির চাহিদা মেটাতে কিছুটা হলেও সক্ষম বাংলার সরকার। অন্যদিকে এদিন বৈঠকে উত্তরবঙ্গের আলু ব্যবসায়ীরা কর্মবিরতি না করার ফলে তাদের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment