বাংলাদেশ নিয়ে উদ্বেগে মোদী-প্রশাসন?

 



Indiapost24 Web Desk:বাংলাদেশে শেখ হাসিনা শাসনের উচ্ছেদ ও আন্দোলনকারীদের ক্ষমতা দখল পর্ব ভারতের বড় চিন্তার কারণ ঘটেছে। নেপাল, মায়ানমার, শ্রীলংকা, মালদ্বীপ-এ চীনপন্থীদের রমরমা- অতি সক্রিয়তা নয়াদিল্লির উদ্বেগের কারণ ঘটেছে। মোদী সরকারের বিদেশনীতি ও কূটনৈতিক সক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও মোদী সরকার বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সর্বদল মতামত ও জাতীয় সহমতের ভিত্তিতে তাদের কৌশল ঠিক করতে চাইছেন।

বাংলাদেশে জামাত-বি এন পি ও  গণ আন্দোলনকারীরা শেষ পর্য্যন্ত ক্ষমতা দখলের রাস্তায় চলে যাবে, শেখ হাসিনাকে দেশত্যাগ করতে হবে এমন পরিস্থিতির আগাম খবর সাউথ ব্লকের কর্তারা কোন সময়ে পান তা নিয়ে প্রশ্নের উত্তর এরিয়ে গেছেন বিদেশমন্ত্রী জয়শংকর। কোন কোন বিদেশী শক্তি বাংলাদেশ অপারেশনে যুক্ত ছিল তাঁর তথ্য সংগ্রহের কাজ চলছে।

দক্ষিণ এশিয়ায় এমন বড় রাজনৈতিক ঘটনার সম্ভাবনার ইঙ্গিত আগে রুশ সরকার তাদের গোয়েন্দা নেট ওয়ার্কের মাধ্যমে পেয়েছিলেন বলে খবর। রাশিয়া এর পিছনে   মার্কিন প্রশাসনের হাত-সক্রিয়তা ও স্বাভাবিক ভাবেই পাক গুপ্তচর চক্র আই এস আইয়ের অপারেশনের সম্ভাবনার কথা জেনেছে।

নয়াদিল্লির অনুমান চীনেরও ভূমিকা থাকতে পারে। তবে মার্কিন প্রশাসন সি আই এ এবং পাক গুপ্তচর চক্র আই এস আইয়ের অপারেশন নিয়ে মোটামুটি নিশ্চিত রাজনৈতিক মহল। ভারত সরকার বাংলাদেশে দ্রুত রাজনৈতিক পরিবর্তন ও পাকিস্থানপন্থী শক্তির ক্ষমতা করায়ত্বের চেষ্টায় উদ্বেগেই। ভারতের বাংলাদেশ নীতিতে ইন্দিরা গান্ধী আমলের কৌশলকে জাতীয় সহমতের ভিত্তিতে একাধিক সরকার পরিচালিত হয়ে। মোদী সরকারও জাতীয় সহমতের ভিত্তিতে বাংলাদেশ সম্পর্কে বিদেশ-নীতি ও কৌশলের পরিচালনা করেছে।

বাংলাদেশের আকস্মিক রাজনৈতিক পরিবর্তন ও সেনাজুন্টা-পাকিস্থানপন্থীদের  আতাঁত শুধু বাংলাদেশেই নয়, ভারত সহ সমগ্র দক্ষিণ এশিয়া এমনকি আন্তর্জাতিক  মহলে প্রভাব ফেলেছে। তালিবানের নৃশংসতার কায়দায় যে ভাবে হাসিনা পরবর্ত্তী সময়ে দেশে গণহত্যা, লুঠপাট, অগ্নিসংযোগ, সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলা চলছে তাতে বেজায় চাপেই মোদী-সরকার। নতুন করে ভারতে আওয়াযী লীগ তথা মুক্তিযুদ্ধের সমর্থক বাঙ্গালী মুসলিমদের পাশে হিন্দুদের ভারতে চলে আসার সম্ভাবনা বাড়ছে তাতে সেই পরিস্থিতি মোকাবিলা নিয়েও উদ্বেগে সাউথ ব্লকের কর্তারা, মোদী সরকারের শীর্ষ কর্তারা।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment