চিকিৎসকদের দখলে কলকাতার রাজপথ

 


Indiapost24 Web Desk:ফের কলকাতার রাজপথে প্রতিবাদের  সুনামি জুনিয়ার ডাক্তারদের। আরজি কর তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণের ঘটনায় তোলপাড় গোটা দেশ। এই ঘটনার প্রতিবাদে বুধবার আরজি করের আন্দোলনরত চিকিৎসকদের মিছিল। সিজিও কমপ্লেক্স থেকে শুরু হয় জুনিয়র চিকিৎসকদের এদিনের মিছিল। ওয়েস্ট বেঙ্গল জুনিয়ার ডক্টর্স ফ্রন্টের তরফে এদিন স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে। জুনিয়র চিকিৎসকদের মিছিল হলেও, এদিনের মিছিলে সিনিয়র চিকিৎসকেরাও সামিল রয়েছেন। পোস্টার, প্ল্যাকার্ড হাতে রাজপথে হুঙ্কার ছুঁড়ল শ’য়ে শ’য়ে প্রতিবাদী কন্ঠ। এদিনের মিছিলকে কেন্দ্র করে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করা হয় সিজিও কমপ্লেক্সে।

‘অধ্যক্ষ নিখোঁজ’ প্ল্যাকার্ড হাতে স্বাস্থ্য ভবনের দিকে মিছিল করছেন জুনিয়ার চিকিৎসকরা। মিছিলের প্রথম সারিতে রয়েছেন আরজি করের জুনিয়র চিকিৎসকরা। তাঁদের সমর্থন করছেন সিনিয়ার চিকিৎসকরা। সিবিআইয়ের উপর চাপ বাড়াতেই এদিন সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত মিছিলের ডাক দিয়েছেন তারা। আজকের এই মিছিলকে সমর্থন জানিয়েছেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স-ও।

আরজি কাণ্ডে উত্তাল রাজ্য। পাশাপাশি আন্দোলনের আঁচ পড়েছে দেশজুড়ে। গতকাল সুপ্রিম কোর্ট রাজ্যকে শান্তিপূর্ণ মিছিলের উপর ক্ষমতা প্রয়োগে নিষেধাজ্ঞা জারি করেছে। সিবিআই দায়িত্ব নেওয়ার পর ৮ দিন কেটে গিয়েছে, তদন্ত কতটা এগিয়েছে? তা জানার পাশাপাশি এদিন প্রকৃত দোষীদের ধরার দাবিতেই আজকের এই আন্দোলনের সামিল হয়েছেন জুনিয়ার চিকিৎসকরা। একই সঙ্গে তাদের দাবি আরজি করের নতুন অধ্যক্ষের দায়িত্ব নিলেও সুহৃতা পালকে হাসপাতালে দেখা যায়নি। তাই বুধবারের মিছিলে আন্দোলনকারীদের হাতে ‘নিখোঁজ অধ্যক্ষ’ লেখা পোস্টারও দেখা যাচ্ছে।

এদিনের মিছিল থেকে আন্দোলনকারী পড়ুয়া চিকিৎসকরা তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment