এবার রাস্তায় তৃণমূল মহিলারা

 


Indiapost24 Web Desk:কলকাতার সরকারি হাসপাতাল আর জি করে তরুণী চিকিৎসকের নির্মম হত্যাকান্ড, ধর্ষনের ঘটনায় উত্তাল শুধু পশ্চিমবঙ্গই নয়, সারা দেশ। এমন কি বিদেশেও প্রবাসী বাঙ্গালি ও ভারতীয়রা এর প্রতিবাদে  উত্তাল বিক্ষোভ দেখান। বঙ্গে স্বাভাবিক ভাবেই শাসক দল হওয়ার সুবাদে বেশ ব্যাকফুটেই তৃণমূল কংগ্রেস।

বাম-অতি বামেদের নিয়ন্ত্রিত তথাকথিত ‘অরাজনৈতিক নাগরিক আন্দোলনে’র মোকাবিলায় এবার নারী ক্ষমতায়নের প্রশ্ন তুলে তৃণমূল মহিলা কংগ্রেস পাল্টা প্রচার, জনসংযোগ-এর আন্দোলনে নামতে চলেছে। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শে ৩০শে সেপ্টেম্বর রাস্তায় নামছেন তৃণমূল মহিলা কংগ্রেসের নেত্রীরা, কর্মী, সমর্থকরা।

৩০শে সেপ্টেম্বর ‘নারীর ক্ষমতায়ন’ ‘আর জি কর কান্ডের বিচার’ চেয়ে কলকাতা সহ জেলায় জেলায় মানব বন্ধন মিছিলের ডাক দেওয়া হয়েছে। ঐ দিন মধ্য কলকাতার ভিক্টোরিয়া হাউসের সামনে থেকে অভয়ার ধর্ষণ হত্যার বিচার, অপরাধীদের ফাঁসি চেয়ে মিছিল বেরুবে। ঐ মিছিল বিড়লা তারামন্ডলের সামনে গিয়ে শেষ হবে। জেলায় জেলায় মানব বন্ধন করে ‘অভয়া কান্ডের বিচার’ চেয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সি বি আইয়ের ওপর চাপ বাড়াতে চলেছেন তৃণমূল মহিলা কংগ্রেসের নেতৃত্ব।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment