অগ্নিমিত্রা পালকে দেখেই 'গো-ব্যাক' স্লোগান

 



Indiapost24 Web Desk:পাঁচ দফা দাবিতে রাতভর স্বাস্থ্য ভবনের সামনে ধরনা-অবস্থানে বসে রয়েছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। দাবি না মানা হলে অবস্থান তুলবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন। বুধবার দুপুরে তাঁদের ধরনাস্থলের কাছে আসেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। তাঁকে দেখেই জ্বলে ওঠেন আন্দোলনকারীরা। সৃষ্টি হয় বিশৃঙ্খলার। তাঁকে দেখে জুনিয়র ডাক্তাররা 'গো-ব্যাক' স্লোগান দিতে থাকেন। যদিও আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রার দাবি, তিনি আন্দোলনে রাজনীতির রং লাগাতে আসেননি। দলীয় কার্যালয়ে কাজে এসেছিলেন।মঙ্গলবার স্বাস্থ্যসচিবের তরফে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব এসেছিল আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের কাছে। স্বাস্থ্যসচিবের তরফ থেকে ই-মেল মারফৎ আলোচনায় বসার প্রস্তাব দেওয়া হয়েছিল জুনিয়র ডাক্তারদের। কিন্তু সেই আলোচনার আমন্ত্রণ অপমানজনক মনে হয়েছিল বলে নবান্নে তাঁরা যাননি। অপেক্ষায় থেকে থেকে শেষপর্যন্ত নবান্ন ছেড়ে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার আন্দোলনকারীরা জানালেন তাঁরা আলোচনায় বসতে প্রস্তুত।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment