মিলল না বিদেশ মন্ত্রকের অনুমতি, মস্কো সফর বাতিল কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের

 


নিজস্ব সংবাদদাতা। বাতিল হয়ে গেল কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের মস্কো সফর। চলতি মাসের ১৭ থেকে ২১ সেপ্টেম্বর মস্কো যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু ১৪ সেপ্টেম্বর কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক থেকে জানানো হয়েছে, 'রাজনৈতিক দৃষ্টিকোণ' থেকে বিচার করে রাশিয়া যাওয়ার যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না ফিরহাদকে। আসন্ন ব্রিকস (বিআরআইসিএস) সম্মেলনে যোগ দেওয়ার জন্য মস্কোর মেয়রের তরফে আমন্ত্রণ পেয়েছিলেন কলকাতার মেয়র। 

দেশের যে কোন জনপ্রতিনিধির কাছে বিদেশ থেকে কোনও আমন্ত্রণ এলে, যাতায়াতের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের অনুমতি নেওয়া বাধ্যতামূলক। সেই নিয়ম মেনেই কেন্দ্রীয় সরকারের কাছে মস্কো যাওয়ার আবেদন করেছিলেন ফিরহাদ। তবে যে রাজ্য থেকে জনপ্রতিনিধি বিদেশ যাত্রা করবেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর সচিবালয়ের অনুমতিও বাধ্যতামূলক। এ ক্ষেত্রে কলকাতার মেয়রকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর নিয়মমাফিক আবেদন করা হয়েছিল, যথাক্রমে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং বিদেশ মন্ত্রকে। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে 'ফরেন ব্রাঞ্চে'র কাছে আবেদন জানিয়েছিলেন কলকাতার মেয়র। অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রকেও রাশিয়া যাওয়ার জন্য প্রয়োজনীয় অনুমতি দিয়েছিল ফিরহাদকে। কিন্তু এস জয়শংকরের হাতে থাকা বিদেশ মন্ত্রক একেবারে শেষ মুহূর্তে এসে অনুমতি দিতে অস্বীকার করেছে।


কেন্দ্রীয় সরকার থেকে প্রয়োজনীয় অনুমতি না মেলায় ভ্লাদিমির পুতিনের দেশে যাওয়া হচ্ছে না ফিরহাদের। ভারতের মধ্যে একমাত্র কলকাতার মেয়রকেই আন্তর্জাতিক এই সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছিল। কলকাতা পুরসভা সূত্রে খবর, বিদেশ মন্ত্রক থেকে পাঠানো বার্তায় মেয়রকে জানানো হয়েছে, 'রাজনৈতিক দৃষ্টিকোণ' থেকেই ফিরহাদকে এই সফরের অনুমতি দেওয়া হচ্ছে না। সফর বাতিল হওয়া প্রসঙ্গে মেয়র জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার অনুমতি না দেওয়ায় তাঁর রাশিয়া যাওয়া হচ্ছে না। কিন্তু কোন 'রাজনৈতিক দৃষ্টিকোণ' থেকে এই অনুমতি দেওয়া হল না, তা নিয়ে ধন্দে রাজ্য প্রশাসন। কারণ বিদেশ মন্ত্রক থেকে যে জবাব মেয়রের কাছে পাঠানো হয়েছে, সেখানে কোনও রাজনৈতিক কারণের কথা বিস্তারিত ভাবে উল্লেখ করা হয়নি।


প্রসঙ্গত , ২০১৮ সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর চিন সফর একেবারে শেষ মুহূর্তে বাতিল করতে হয়েছিল। শেষ মুহূর্তে এসে বিদেশ যাত্রার অনুমতি দেয়নি কেন্দ্রীয় সরকার। তবে গত বছর  মুখ্যমন্ত্রীকে স্পেন ও দুবাই সফরের অনুমতি দিয়েছিল নরেন্দ্র মোদীর সরকার। নেদারল্যান্ড সফরে গিয়ে কন্যাশ্রী প্রকল্পের জন্য রাষ্ট্রপুঞ্জের পুরস্কার আনতেও মুখ্যমন্ত্রীকে অনুমতি দিয়েছিল কেন্দ্র। এ ক্ষেত্রে কেন শেষ মুহূর্তে এই ধরনের সম্মানজনক সফরের অনুমতি দিল না কেন্দ্র? তা নিয়ে প্রশ্ন উঠছে পুরসভার অন্দরমহলে। কারণ মস্কো শহরে অনুষ্ঠিত এই সম্মেলনে যোগদান করছেন খোদ প্রধানমন্ত্রী মোদী। এই সম্মেলনে অংশগ্রহণ করবেন ব্রাজিল, চীন, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপ্রধানরা। এমন একটি আন্তর্জাতিক স্তরের মঞ্চে কলকাতার মেয়রকে অনুমতি না দিয়ে কেন বঞ্চিত করা হল? তা নিয়ে প্রশ্ন উঠছে নবান্নের অন্দরমহলেও।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment