কৌশলী তৃণমূল, কখনও 'ফোঁস' আবার কখনও সংযমের বার্তা!

 



Indiapost24 Web Desk:আরজি করে নৃশংস খুনের ঘটনার পর ২৬ দিন পেরিয়ে গিয়েছে। বিরোধী রাজনৈতিক দলের মতো তৃণমূল কংগ্রেসও পথে নেমেছে। দোষীদের ফাঁসির দাবিতে অবস্থান, বিক্ষোভ, মিছিল করেছে তৃণমূল। পাশাপাশি বিচারের দাবিতে রাজ্যের সর্বত্র রাজনীতির ব্যানার ছাড়া অংখ্য অরাজনৈতিক প্রতিবাদ কর্মসূচি চলছে। কিন্তু এরই মধ্যে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব থেকে সাংসদ, বিধায়ক, ছোট-বড়-মাঝারি নেতাদের মন্তব্যে তীব্র বিতর্ক দানা বেঁধেছে। চরম অস্বস্তিতে দল। এমনকী পরিস্থিতি সামলাতে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সংযত থাকার বিবৃতি দিয়েছেন। আরজি কর আবহে তৃণমূলের সার্বিক অবস্থান ঘোরালো দেখছে রাজনৈতিক মহল।  

রামায়ণে সঞ্জীবনী আনতে গিয়ে একেবারে গন্ধমাদন পাহাড় তুলে এনেছিলেন হনুমান। তৃণমূল সুপ্রিমো ২৭ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের সভায় ফোঁস করতে বলেছিলেন। পাশাপাশি "বদলা নয়, বদল চাই", সংজ্ঞা বদলের কিঞ্চিৎ ঈঙ্গিত দিয়েছিলেন তৃণমূল নেত্রী। নানা দিকে দলের ছোট-বড়-মাঝারি নেতাদের মধ্যে ফোঁসের মাত্রা যে লাগাম ছাড়িয়ে যাচ্ছে তা বেমালুম টের পাচ্ছে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। বিতর্কিত মন্তব্যের জন্য উত্তর ২৪ পরগনার অশোকনগরের তৃণমূল নেতাকে এক বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সাবধানবানী দিয়েছেন। তাতেও কতটা কুরুচিকর বা বেফাঁস মন্তব্য আটকানো যাবে তাতে সন্দেহ রয়েছে রাজনৈতিক মহলের।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment