উপ নির্বাচন যোগীর কাছে অগ্নিপরীক্ষা




Indiapost24 Web Desk:সদ্য লোকসভা নির্বাচনে  উত্তরপ্রদেশে  সমাজবাদী পার্টি, কংগ্রেস জোটের জোরালো ধাক্কা খেয়েছে  মোদী যোগীরা। লোকসভা নির্বাচনে প্রত্যাশিত ফলের ধারেকাছে যেতে পারেনি গেরুয়া শিবির। তাই ২৭ এর বিধান সভা নির্বাচনের আগে উত্তরপ্রদেশের উপ নির্বাচনে সমাজবাদী পার্টি কংগ্রেসের  জোটের কঠিন চ্যালেঞ্জের সামনে যোগী আদিত্যনাথ।

বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাই উত্তরপ্রদেশে বিধানসভার আসন্ন ১০ উপ নির্বাচন কে চোখের মনির মত করে দেখতে চাইছে। যোগী আদিত্যন্সথকেই এই ১০ টি উপ নির্বাচন কেন্দ্রে প্রচার ও জন সংযোগের দায়িত্বে দেওয়া হয়েছে। বিজেপির অভ্যন্তরে দলিত ও ও বি সি মুখ কেশব প্রসাদ মৌর্যকে যোগীর সঙ্গে বিরোধ মিটিয়ে দলকে জেতাতে রাস্তায় নামতে বলা হয়েছে।

অয্যোধ্যায় মিল্কিগঞ্জ আসনটিতে যোগী আদিত্যনাথ ইতিমধ্যে এক দফা প্রচার শুরু করে দিয়েছেন। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব উপ নির্বাচনে ১০ টি আসনের মধ্যে ন্যূন তম ৫-৬ আসন জিততে মরিয়া   যোগী আদিত্যনাথএর উপর এখনো ভরসা রেখেছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment