আরজিকরে হত্যা – ধর্ষণ কান্ডে মিসিং লিংক'-এর খোঁজে মরিয়া সিবিআই




Indiapost24 Web Desk:কলকাতার সরকারি হাসপাতাল আরজি করে তরুনী চিকিৎসকের নির্মম হত্যা ও ধর্ষণ  কাণ্ডের তদন্তে  এবার পানিহাটির  তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে জিজ্ঞাসাবাদ করল সিবিআইয়ের। সল্টলেকের সি জি ও  কমপ্লেক্সে পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ এদিন আসেন । আরজি করের তরুণী চিকিৎসককে দাহ করা সময় শ্মশানঘাটে উপস্থিত থাকতে দেখা গিয়েছিল রাজ্যের শাসকদলের এই দাপুটে বিধায়ককে।আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুন কাণ্ডে তোলপাড় পরিস্থিতি এখনও বহাল। এবার সি বি আই ডেকে পাঠিয়েছিল পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে । ওই তরুণী চিকিৎসককে দাহ করার সময় শ্মশানঘাটে উপস্থিত থাকতে দেখা যায় তৃণমূলের বিধায়ককে। যা ঘিরে পরবর্তী সময়ে তুমুল চর্চা ছড়ায়। কার নির্দেশে ওই রাতে নির্মল ঘোষ শ্মশানে গিয়েছিলেন, সেই প্রশ্ন উঠতে শুরু করে। 
এবার সিবিআই-ও জানতে চায় নির্মল ঘোষ সেদিন রাতে কেন শ্মশানে গিয়েছিলেন? তাঁকে কি কেউ শ্মশানে যেতে নির্দেশ দিয়েছিল? নাকি তিনি স্বেচ্ছায় শ্মশানে গিয়েছিলেন? শ্মশানে গিয়ে তিনি প্রথমে কী দেখেছিলেন? এমনই কিছু প্রশ্নবাণের মুখে নির্মল ঘোষ।
আরজি কর কাণ্ডে এখনও বেশ কিছু প্রশ্নের উত্তর অধরা। তবে ঘটনার শিকড়ে পৌঁছতে তৎপরতা তুঙ্গে কেন্দ্রীয় সংস্থার। সেই কারণেই এবার পানিহাটির তৃণমূল বিধায়ককে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ।
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment