ওয়ান নেশন ওয়ান ইলেকশন

 


Indiapost24 Web Desk:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার বর্তমান মেয়াদেই 'এক দেশ, এক নির্বাচন' বাস্তবায়ন করতে  চলেছে। সূত্রের খবর, শীঘ্রই আইন কমিশন এ বিষয়ে সুপারিশ গ্রহণ করবে। 'এক দেশ, এক নির্বাচন' নিয়ে প্রাক্তন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের সভাপতিত্বে গঠিত একটি কমিটি ইতিমধ্যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে তাদের সুপারিশ জমা দিয়েছে। গত মাসে লাল কেল্লা থেকে প্রধানমন্ত্রী মোদীও 'এক দেশ, এক নির্বাচন'-এর উপর জোর দিয়েছিলেন। ২০২৯ সাল থেকে দেশে একযোগে সব নির্বাচন হতে পারে বলেই জল্পনা! সূত্রের খবর'এক দেশ-এক নির্বাচনের' প্রস্তুতি নিচ্ছে মোদী সরকার । 

গত মাসে স্বাধীনতা দিবসে লালা কেল্লা থেকে প্রধানমন্ত্রী মোদী 'এক দেশ, এক নির্বাচনের' পক্ষে জোরালো সওয়াল করেছিলেন। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সভাপতিত্বে এ বিষয় নিয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন বর্তমান জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) সরকার তার বর্তমান মেয়াদে 'এক দেশ, এক নির্বাচন' বাস্তবায়ন করবে বলেই জানা গিয়েছে। বিজেপি আত্মবিশ্বাসী যে এই সংস্কারে তারা সব দলের সমর্থন পাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার তার তৃতীয় মেয়াদে ১০০ দিন পূর্ণ করেছে। সূত্র জানিয়েছে, 'ক্ষমতাসীন জোটের মধ্যে ঐক্য বাকি মেয়াদেও অটূট থাকবে।

একটি সূত্র জানিয়েছে, "অবশ্যই, এক দেশ, এক নির্বাচনের ধারণা মোদী সরকারের তৃতীয় মেয়াদেই বাস্তবায়িত হবে।"

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment