Imdiapost24 Web Desk:জম্মু ও কাশ্মীরকে আবার পূর্ণ রাজ্যের মর্যাদায় ফেরানোর প্রতিশ্রুতি কংগ্রেসের। সরাসরি বাতিল ৩৭০ ধারা আবার ফেরানোর কথা বলে হিন্দু অধ্যুষিত জম্মুতে সমর্থন হারানোর রাস্তায় যেদতে চাইছে না কংগ্রেস। ১৫ই সেপ্টেম্বর, ১লা অক্টোবর জম্মু ও কাশ্মীরে দু দফার বিধানসভা নির্বাচনে কোমর বেঁধে প্রচারে নেমেছেন বিরোধী দলের নেতা রাহুল গান্ধী। কংগ্রেসের সভাপতি মল্লিকার্জূন খাড়গে, কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী, অজয় মাকেন সহ কংগ্রেসের শীর্ষ নেতারাও কাশ্মীর উপত্যকা, জম্মুতে প্রচারে নামতে চলেছেন।
কংগ্রেস ৩৭০ ধারা ফিরিয়ে আনার কথা না বললেও তাদের জোট সঙ্গী ফারুক আবদুল্লা, ওমর আবদুল্লার দল ন্যাশানাল কনফারেন্স দলীয় প্রচারে সরাসরি ৩৭০ ফেরানোর অঙ্গীকার করে বক্তব্য রাখছেন। অন্যদিকে মেহেবুবা মুফতির পি ডি পি একক ভাবে লড়াইয়ে নামলেও নির্বাচনের পর বিজেপিকে রুখতে কংগ্রেস-ন্যাশানাল কনফারেন্সের সঙ্গে হাত মিলিয়ে সরকার গঠনের পথ খোলা রাখছে। নির্বাচনের পর আবার বিজেপির সঙ্গে হাত মিলিয়ে জম্মু ও কাশ্মীরে রাজ্য গঠনের জল্পনায় জল ঢেলেছেন মেহেবুবা মুফতি। নির্বাচনী প্রচারেও বিজেপির বিরুদ্ধে রীতিমত আক্রমণাত্মক পি ডি পি।
এদিকে জম্মু-কাশ্মীরে বিজেপির দলীয় পর্যবেক্ষক, দলের প্রাক্তন সাধারণ সম্পাদক রাম মাধব অভিযোগ করেছেন অতীতে কাশ্মীরে হিংসা-নাশকতায় যুক্ত জঙ্গিরা ন্যাশানাল কনফারেন্স-কংগ্রেস আঁতাতের হয়ে নির্বাচনী প্রচারে নেমেছে। যদিও কংগ্রেস, ন্যাশানাল কনফারেন্স নেতারা বিজেপির এই অভিযোগ অসত্য, রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত বলে উড়িয়ে দিয়েছে।
কংগ্রেস-ন্যাশানাক কনফারেন্স জোটকে আটকাতে বিজেপি জম্মুর ৪৩টি আসনেই বেশি জোর দিয়েছে। জম্মুতে বিজেপি ভাল ফল করবে বলেই আশাবাদী দলের শীর্ষ নেতারা। নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাজনাথ সিং, নীতিন গাদকারিরা প্রচারে নামতে চলেছেন। তারাও জোর দিচ্ছেন হিন্দু প্রাধান্য জম্মুতে। কাশ্মীর উপত্যকায় বিজেপি কার্যত কোন আসন জয়ই আশা করছেন না।
0 comments:
Post a Comment