যারা এখানে থাকবেন তারা বাংলাতে নিজের ঘর ভাবুন, কালীপুজোর উদ্বোধনে সকলকে নিয়ে চলার বার্তা মমতার

 



Indiapost24 Web Desk:কালীপুজোর উদ্বোধনের জানবাজারে এসে সবাইকে নিয়ে চলার বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট ভাষায় তিনি জানালেন তিনি সকলকে নিয়ে চলতে ভালবাসেন। সব ধর্মকে সমান গুরুত্ব দেন। এই অবস্থায় কেউ কেউ এই ধর্মকে নিয়ে রাজনীতি করছে। তিনি ভেদাভেদে বিশ্বাসী নন। তার পরামর্শ, বাংলায় যারা থাকবেন তারা এই রাজ্যকে নিজের ঘর ভাবুন।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, আমরা সব সময় বলি আমরা সবাইকে নিয়ে চলি, এটাই আমাদের গর্ব। বাংলাটা এমনই। যে যা খুশি বলতে পারেন। সমালোচকরা সমালোচনা তো করবেই। এটা তাদের কাজ। তারা সমালোচনা করলেও কিছু যায় আসে না। আমি এটা বিশ্বাস করি এখানে থাকার অধিকার সকলের আছে। আমি বিশ্বাস করি, ধর্মে ধর্মে কোন ভেদাভেদ নেই। এটা বিশ্বাস করি, আপনার গায়ের রক্ত আর আমার গায়ে রক্তের মধ্যে কোন ভেদাভেদ নেই।

মুখ্যমন্ত্রী বলেন,রাজ্য আলাদা হতে পারে, ভাষা আলাদা হতে পারে, সংস্কৃতি আলাদা হতে পারে। আমি মনে করি ধর্ম যার যার নিজের, উৎসব কিন্তু সবার। উৎসবের সময় আমরা কখনোই, তোমার কি, আমার- এ কথা ভাবি না। আমরা মনে করি, এটা আমাদের সকলের উৎসব। এটাই বাংলার গর্ব।

তিনি বলেন, কলকাতার জনসংখ্যার বৈচিত্র নিয়ে আমরা গর্ব করি। এখানে হিন্দু আছে মুসলিমও আছে। আছে ক্রিশ্চানও। কিন্তু এটা নিয়ে কেউ কেউ রাজনীতিও করে। রাজনীতি করে ভোট বাক্সে ফায়দা তোলার চেষ্টা করে। আমি সবার কাছে আবেদন করব, বাংলায় যারা থাকবেন বাংলাকে নিজের ঘর ভাবুন। বাংলাকে আপন করে নিন।

মুখ্যমন্ত্রী বলেন, আজকে বাংলা অনেক এগিয়ে গেছে। কলকাতাও এখন এগিয়ে গেছে সব ব্যাপারে। তবে কিছু লোক আছে যারা সারাক্ষণ বদনাম করে বেড়ায়। তাদের বলি আমাকে বদনাম করতে গিয়ে বাংলা মায়ের বদনাম করবেন না। তার কারণ আজও বাংলা যে পারে অন্য কেউ তা পারেনা। তিনি বলেন, বাংলা ছাড়া স্বাধীনতা আন্দোলন সম্ভব ছিল না। বাংলা ছাড়া নবজাগরণ সম্ভব ছিল না।

এদিন এই মঞ্চ থেকেই বাজি নিয়ে সাবধানতার কথাও শোনা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। তিনি বলেন, বাজি এমন করে ফাটাবেন যাতে কারো যেন কোনো ক্ষতি না হয়। তিনি সাধারণ মানুষকে অনুরোধ করেছেন এসবের দিনগুলিতে প্রশাসন যেভাবে নির্দেশ দেবে তা মেনে চলুন। আমার আনন্দ যেন অন্যের দুঃখের কারণ না হয়। মুখ্যমন্ত্রী বলেন শব্দ দূষণ এড়িয়ে চলুন। পরিবেশ বান্ধব বাজিকে আমাদের গুরুত্ব দিতে হবে। মোমবাতি জ্বালানোর সময় সতর্ক হয়ে জ্বালানোর পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment