Indiapost24 Web Desk:একদা মিছিল নগরী। একটু একটু করে বদলে যাচ্ছে। যত সময় যাচ্ছে এ শহর হচ্ছে আধুনিক থেকে আধুনিকতর। দেশের তো বটেই এই মুহূর্তে কলকাতা গোটা বিশ্বের কাছে দ্রুত উন্নয়নশীল একটা শহরের নাম। আর এসব বক্তব্য শুধু কথার কথা নয়। একের পর এক আন্তর্জাতিক স্বীকৃতি কলকাতাতে আরো একবার সংবাদ শিরোনামে নিয়ে এসেছে। সোমবার এমনই একটি সুখবর রাজ্যবাসীর সঙ্গে ভাগ করে নিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মনে করছেন,বিভিন্ন মঞ্চ থেকে আমাদের প্রিয় শহরকে দেওয়া স্বীকৃতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন এটা অত্যন্ত গর্বের মুহূর্ত। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ভ্রমণ এবং অবসর বিনোদনের ক্ষেত্রে বিশ্বের মধ্যে অন্যতম প্রথম সারির শহর কলকাতা (তালিকায় ১৯ নম্বর স্থানে রয়েছে কলকাতা)। একইভাবে বিশ্বের দ্রুত উন্নয়নশীল শহরগুলির মধ্যে কলকাতার অবস্থান ১১। একইসঙ্গে সেরা এয়ার কোয়ালিটির নিরিখে দিল্লি আইইটি তথ্য বলছে কলকাতা দ্বিতীয় (মে AQI মাসে বিশ্বের দ্বিতীয় সেরা মেট্রো)।
মুখ্যমন্ত্রী লিখছেন, কলকাতা বাস্তবিকই উন্নতির আলোকবর্তিকা হিসেবে উঠে আসছে। তুমি আরো লিখছেন এই স্বীকৃতি এসেছে এই পথ ধরে, এই শহরের মানুষ ঐতিহ্য এবং আধুনিকতার মেলবন্ধন বজায় রেখেই এগিয়ে চলেছে। তাদের হাতে হাতে এই উন্নয়ন এবং সচেতনতা সঙ্গী না হলে এই স্বীকৃতি সম্ভব ছিল না। আমরা সকলে মিলে এমন একটা শহর তৈরি করেছি, যে তার ঐতিহ্যকে সম্মান করে, উন্নয়নের সঙ্গে এগিয়ে যায়, এবং যারা পরিবেশকে যত্ন নেয়।
তিনি লিখছেন,আসুন আরও উজ্জ্বল, স্বাস্থ্যকর এবং আরও সমৃদ্ধ কলকাতার জন্য একসঙ্গে কাজ চালিয়ে যাই। জয় হিন্দ! জয় বাংলা!
প্রসঙ্গত সাম্প্রতিক সময়ে এই শহর একটানা আন্দোলনের ছবি দেখেছে। অভয়ারণ ধর্ষণ এবং মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে কানা আন্দোলন অতীতের মিছিল রকমকে মনে করিয়ে দিচ্ছিল। একটা সময় এটাই ছিল কলকাতার পরিচয়। সময়ের সঙ্গে সঙ্গে এই শহর ও বদলাচ্ছে। বদলাগছে যে তার প্রমাণ এই স্বীকৃতি বলছেন এক প্রশাসনের কর্তা। তার কথায়, উন্নয়ন, এবং সঠিক পরিকল্পনা না থাকলে আন্তর্জাতিক স্তরে শহর কলকাতার এই স্বীকৃতি কোনোভাবেই পাওয়া সম্ভব ছিল না। তিনি মনে করছেন সবটাই সম্ভব হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই।
0 comments:
Post a Comment