হরিয়ানার ভোটে বিজেপির পথের কাঁটা জাঠ বিদ্রোহ, *এগিয়ে কংগ্রেস*

 



Indiapost24 Web Desk:হরিয়ানা বিধানসভা নির্বাচনে বড় জয় পেতে মরিয়া হয়ে উঠেছে কংগ্রেস। ৯০ আসনের মধ্যে কম করে ৬০-৬৫ আসনে জয়ের জন্য ঝাঁপাচ্ছে ভূপেন্দ্র হুডা, দীপেন্দ্র হুডা সহ হরিয়ায়ার কংগ্রেস নেতারা । জাঠ বিদ্রোহ, কৃষক বিদ্রোহ অস্ত্র কংগ্রেসের। জাঠ ও কৃষকদের ক্ষোভে তৃতীয়বার বিজপির ক্ষমতায় ফেরা বেশ কঠিন। এই বিদ্রোহ বিজেপির পথে বড় কাঁটা বলেই মনে করছে রাজনৈতিক মহল। 


আগামী ৫ অক্টোবর ৯০ আসনের হরিয়ানা বিধানসভা নির্বাচন। অগ্নিবীর প্রকল্পে হরিয়ানার তরুনদের তিব্র ক্ষোভ ও জাঠদের বিদ্রোহ এবার গেরুয়া শিবিরের চিন্তা হয়ে উঠেছে । কংগ্রেসের জয় নিয়ে অতি আত্মবিশ্বাসী দলের নেতারা । কম করে ৬০-৬৫ আসন জয়ের ব্যাপারে নিশ্চিত  হরিয়ায়ার কংগ্রেস নেতারা । শেষে মুহুর্তে জোরালো  প্রচারে নেমেছেন রাহুল গান্ধী , পেন্দ্র হুডারা । কংগ্রেসের দলিত নেত্রী শৈলজাও সব জল্পনা নস্যাত করে এবারে প্রচারে নামায় ক্রমেই কংগ্রেসের ঐক্যবদ্ধ চেহারা ফুটে উঠেছে । 

নয়াদিল্লিতে গেরুয়া শিবিরের অন্দর মহল অগ্নিবীর প্রকল্পে সেঁটে থাকা মোদি – অমিত  শাহদের একরোখা মনোভাব যে,  দলকে ক্রমেই বিপর্যয়ের মধ্যে ঠেলেছে তা ফুটে উঠেছে । শুধু জাঠ বিদ্রোহেই নয় এর সঙ্গে কৃষকদের ক্ষোভ তৃতীয়বার বিজপির ক্ষমতায় ফেরার  সবচেয়ে বড় কাঁটা । 

নরেন্দ্র মোদি প্রচারে নেমে বিজেপির অনেকটা খামতি পূরন করলেও সমানে সমানে লড়াই নিয়ে তেমন আত্মবিশ্বাসী নন গেরুয়া শিবিরের নেতারা । মহিলা কুস্তিগিরদের  যৌন হেনস্থার ইস্যুতেও ব্যাকফুটে বিজেপি । এর ওপর প্রাক্তন মুখ্যমন্ত্রী মনহরলাল খাট্টারের একরোখা মনোভাবেও ক্ষতি হয়েছে বিজেপির । মাত্র কমাস আগে ও বি সি মুখ নবাব সিং গাইনিকে মুখ্যমন্ত্রী করেও ড্যামেজ কন্ট্রোলে বার্থ বিজেপি নেতৃত্ব ।  

হরিয়ানায় জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস হারিয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব । তারা এখন ভোট কাটুয়া অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি, বি এস পি নেত্রী মায়াবতী, জে জে পি নেতা দুস্মন্ত চৌথালা আর তাদের দোসর  ভীম সেনার চন্দ্রশেখর আজাদের দিকেই তাকিয়ে রয়েছেন । দলিত ভোট ভাগ হলে সম্মানজনক আসন লাভের আশায় বিজেপি নেতৃত্ব ।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment