Monirul Hossain,Indiapost24 Web Desk:রাজ্যে ছটা বিধানসভার উপনির্বাচন। এই ছটা বিধানসভার মধ্যে পাঁচটা বিধানসভা কেন্দ্রে 2021 এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল। একটি আসন আলিপুরদুয়ারের মাদারিহাট বিধানসভা কেন্দ্রটি দখলে ছিল ভারতীয় জনতা পার্টির। বিভিন্ন জনজাতি ও চা বাগান অধ্যুষিত এই বিধানসভা আসনে জয় লাভ করেছিলেন মনোজ টিগ্গা। গত লোকসভা নির্বাচনে আলিপুর আসলে মনোজ টিগ্গাকে প্রার্থী করে বিজেপি এবং মনোজ জয়লাভ করে বর্তমানে লোকসভার সাংসদ। মতো লোকসভা নির্বাচনে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লাকে প্রার্থী করেনি বিজেপি। সেই সময় থেকেই জন বার্লা বিজেপি থেকে অনেকটাই নিজেকে সরিয়ে এনেছেন। ডন বার্লার চা বাগানে একটা ভালো প্রভাব আছে আবার মনোজ টিগ্গার ও চা শ্রমিকদের মধ্যে ভালো প্রভাব আছে । আরেকটি বিষয় উল্লেখযোগ্য এই চা বাগান এলাকায় বিজেপি আর এস এস এর মাধ্যমে একটা ভালো জমি তৈরি করেছে। সেদিক থেকে দেখতে গেলে মালদারিহাট বিধানসভা আসনটিতে এডভান্টেজ বিজেপি। পাশাপাশি একটা বিষয় মনে রাখা দরকার গত কয়েক বছরে চা বাগানের উন্নয়নে বিশেষ করে চাষ শ্রমিকদের বাসস্থান করে দেওয়ার জন্য একদিকে জমির পাট্টা দিয়েছেন ও যা সুন্দরী প্রকল্পের মাধ্যমে প্রাথমিকদের বাড়ি পর্যন্ত করার উদ্যোগ গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।। গত লক্ষণ নির্বাচনের আগেই এই প্রকল্প চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সে দিক থেকে দেখতে গেলে তৃণমূল ও এখানে শক্ত লড়াই য়ের ময়দানে রয়েছে। কত লোকসভা নির্বাচনের ফল বলছে ম মাদারিহাট বিধানসভা আসনে বিজেপি প্রার্থীর সঙ্গে জয়ের ব্যবধান আগের চেয়ে অনেকটা কমেছে। তাই তৃণমূল কংগ্রেস মাটি কামড়ে লড়াই করলে মাদারিহাটে ও ঘাসফুল ফোটানো সম্ভব।
এবার আসা যাক কোচবিহারের সিতাই বিধানসভার উপনির্বাচনের দিকে। এই আসনটি তৃণমূলের দখলে ছিল। কোচবিহার লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিকের পরাজয়ের পর এমনিতেই এই আসনে বিজেপির অনেকটাই ছন্নছাড়া অবস্থা। সিতাই আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কোচবিহারের লোকসভার তৃণমূল সাংসদ জগদীশচন্দ্র বসুনিয়ার স্ত্রী। সবমিলিয়ে এই আসন বিজেপির লড়াই বেশ কঠিন।
রাজ্যের বাকি যে চারটি কেন্দ্রে উপনির্বাচন রয়েছে সেখানে তৃণমূল কংগ্রেস ২০২১ এর বিধানসভা এবং ২০২৪ এর লোকসভা নির্বাচনে এই বিধানসভার আসনে এগিয়েছিল। বিচার করতে গেলে এই চারটি তৃণমূলের সেফ সিট।
এখন যে প্রশ্নটা দেখা দিচ্ছে আরজি করের জুনিয়র ডাক্তার তিলোত্তমার ন্শংস হত্যাকাণ্ডের পর রাজ্যজুড়ে রাত জাগা কর্মসূচি থেকে জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন সাধারণ মানুষের মধ্যে বেশ দাগ কেটেছিল। বিশেষ করে কলকাতার আশপাশের জেলাগুলিতে বহু মানুষ পথে নেমেছিল। যদিও জুনিয়র ডাক্তাররা এই আন্দোলনকে অরাজনৈতিক আন্দোলন বললেও সেই আন্দোলনে যেসব সেলিব্রিটিদের দেখা গেছে তারা মূলত বামপন্থী ঘরানার ।
অন্যদিকে বিজেপিকে সেই অর্থে আন্দোলনের মধ্যে কোনভাবেই প্রবেশ করতে দেয়নি জুনিয়র ডাক্তাররা। সে দিক থেকে দেখতে গেলে এই আন্দোলনের দখল অরাজনৈতিক দলের আড়ালে মূলত বামপন্থী ও অতি বামপন্থীদের দখলে ছিল। তাই আরজিকর কে হাতিয়ার করে বামপন্থী দলগুলি এই নির্বাচনে কতটা ফল পাবে সেটা একটা বড় পরীক্ষা। একটা কথা মনে রাখা দরকার এবারে কিন্তু কংগ্রেসের সঙ্গে জোট হয়নি বামেদের। সংযুক্ত মোর্চার সেই অর্থে কোন অস্তিত্ব নেই। উল্টে বামেরা একটি সিট সি পি আই এম এল কে ছেড়ে দিয়েছে। আই এস এফ ও আলাদা করে প্রার্থী দিয়েছে। বিজেপি ছাড়া বাকি বিরোধী জোট নেই বললেই চলে। আর এই দোদুল্যমান অবস্থায় তৃণমূল কতটা ফায়দা তুলতে পারে সেটাই এখন দেখার।
0 comments:
Post a Comment