দেশে ফিরেই অভিষেক মাঠে নামছেন

 


Indjapost24 Web Desk:তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কম্যান্ড সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে বিদেশে। চোখের চিকিৎসার জন্য তাঁর এই ঘন ঘন বিদেশ যাত্রা। দেশে ফিরেই তিনি মাঠে নামতে চলেছেন। তাঁকে অতি দ্রুত দেশে ফেরার বার্তা পাঠানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে।

দলের বর্তমান কঠিন সময়ে বিরোধীদের মোকাবিলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দেশে ফিরেই দলের কর্মসূচী মোতাবেক মাঠে নামবেন।

জেলায় জেলায় দলের সংগঠনের রাশ কে আবার শক্ত হাতে বাঁধা হবে।। দলের অভ্যন্তরে আশংকা যে শুধু আর জি করই নয়, নানা ইস্যুতে দল্কে বিপাকে ফেলতে একদিকে বিজেপি, অন্যদিকে সি পি এম ও বাম ও অতি বামেরা ঘুঁটি সাজাচ্ছেন। তাঁর মোকাবিলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কে মাঠে নামাতে তৎপর তৃণমূল শীর্ষ নেতৃত্ব। সঙ্খ্যালঘু এলাকায় এখনও তৃণমূলের অস্তিত্ব অটুট, যা দলের স্বস্তির কারণ। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ফিরাদ হাকিমের স্নায়ুযুদ্ধ মেটাতে তৎপর দলের শীর্ষ নেতৃত্ব।


Metal ball pen @80/- pieces


Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment