রাজ্যে সেমিকন্ডাক্টর শিল্প,কার লাভ? রাজনৈতিক চর্চা তুঙ্গে

 



Srikarna,Indiapost24 Web Desk:কলকাতায় হতে চলেছে সেমিকন্ডাক্টর শিল্প। যাকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা তুঙ্গে। কার জন্য এই শিল্প হতে চলেছে কলকাতায়? মূলত এই প্রশ্ন ঘিরেই রাজনৈতিকভাবে তরজা চলছে। ‌ পৃথিবীর অন্যতম বৃহত্তম চিপ নির্মাতা গ্লোবাল ফাউন্ড্রিজ বঙ্গে বিনিয়োগ করতে চলেছে। সেমিকন্ডাক্টর শিল্প সম্পর্কে ঘোষণা নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হিসাবে আমেরিকার প্রেসিডেন্টের উপস্থিতিতে ঘোষণা করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাগত জানিয়েছেন। তবে রাজ্য সরকার যে বিগত কয়েক বছর ধরে বিষয়টি নিয়ে কাজ করলে চলেছে, তাও জানাতে ভোলেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহল মনে করছে এই সেমিকন্ডাক্টর শিল্পকে কেন্দ্র করে ২০২৬ এর বিধানসভা নির্বাচন যথেষ্ট প্রভাবিত হবে। মোদি এন্ড কোম্পানি কিছুতেই বাংলার মাটিতে শক্ত ঘাঁটি করতে পারছেন না। গত লোকসভা নির্বাচনে একেবারেই ভালো ফল হয়নি ভারতীয় জনতা পার্টির। ফলে ২০২৬ এর রাজ্যের বিধানসভা নির্বাচন পাখির চোখ করে এগোচ্ছে বিজেপি। মোদির ঘোষণাকে হাতিয়ার করে বিজেপি বাংলার জনগণকে তাদের দিকে টানার রাস্তা প্রশস্ত করতে চাইবেন। প্রচারে উঠে আসবে বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গে আন্তর্জাতিক মানের শিল্প গঠিত হবে। আবার একদল রাজনৈতিক বিশেষজ্ঞ মনে করছেন, একাধিকবার কেন্দ্রীয় বঞ্চনার কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদি সেমিকন্ডাক্টর শিল্প ডাবল ইঞ্জিন সরকারের না এনে তৃণমূল শাসিত বঙ্গতেই করার কথা ঘোষণা করেছেন। হবে বঞ্চনার কথা যে বারবার ওঠে তা ভিত্তিহীন। উলটো দিকে তৃণমূল সরকারের যুক্তিও রয়েছে। রাজনৈতিকভাবে যা যথেষ্ট শক্তিশালী। একাধিকবার বিরোধী রাজনৈতিক দল একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায় কে শিল্প বিরোধী আখ্যা দিয়েছে। ‌ কিন্তু মোদির ঘোষণা করা শিল্পকে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রীর পরিষ্কার বক্তব্য, রাজ্য সরকার সমস্ত ধরনের সাহায্যের হাত বাড়িয়ে দেবে। পশ্চিমবঙ্গ সরকার বিগত কয়েক বছর ধরে সেমিকন্ডাক্টর সম্পর্কিত বিষয় নিয়ে কাজ করছে। রাজ্যে এমনিতেই ২২ টি তথ্যপ্রযুক্তি পার্ক রয়েছে। জমি এবং পরিকাঠামো কোন সমস্যা হবে না ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন। ইতিমধ্যেই শিল্প উদ্যোগীরা সেমিকন্ডাক্টর শিল্পকে কেন্দ্র করে বাংলার যথেষ্ট সম্ভাবনা দেখতে পাচ্ছেন। সমাজের বিভিন্ন মহল সেমিকন্ডাক্টর শিল্প হলে আখেরে বাংলা লাভ হবে এবং দেশের লাভ হবে এক বাক্যের স্বীকার করছেন।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment