পিতার স্মৃতির উদ্দেশ্যে পুত্র বিধায়ক বাইরনের উদ্যোগে সাগরদিঘিতে মেগা রক্তদান শিবির ও অ্যাম্বুলেন্স প্রদান-শীত বস্ত্র বিতরন

 ।


Indiapost24 Web Desk:-প্রয়াত শিল্পপতি বাবর বিশ্বাসের স্মৃতিতে জীত চ্যারিটেবল সোসাইটি ও সাগরদিঘীর বিধায়ক বাইরন বিশ্বাসের উদ্যোগে এলাকার মানুষের সুবিধার্থে অ্যাম্বুলেন্স প্রদান, স্বেচ্ছায় রক্তদান শিবির ও শীত বস্ত্র বিতরণ করা হল। সাগরদীঘীতে এক অনুষ্ঠানে এই সব পরিসেবার উদ্বোধন করেন বহরমপুরের সাংসদ তথা ক্রিকেটার ইউসুফ পাঠান। 


ছিলেন বিধায়ক মদন মিত্র, মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান, রঘুনাথগঞ্জ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের বিদ্যুত দফতরের প্রতিমন্ত্রী মহম্মদ আখরুজ্জামান, সুতির বিধায়ক ইমানী বিশ্বাস, শামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, বিধায়িকা সাবিত্রী মিত্র, বিধায়িকা চন্দনা সরকার ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম, বিধায়ক জীবন কৃষ্ণ সাহা, বিধায়ক নিয়ামত, বিধায়ক সাহিনা মমতাজ, বিধায়ক রবিউল আলম, বিধায়ক আশীষ মার্জিত,মুর্শিদাবাদ ভারত সেবাশ্রম সংঘের সন্নাসী মহারাজ কার্তিক মহারাজ, আদ্যাপীঠের মুরাল ভাই, ইসলাম ধর্মগুরু জনাব জয়নুদ্দীন মাওলানা সহ খানকা সরিফের বড় হুঁজুর সাহেব ও ইমাম মোয়াজ্জেমরা উপস্থিত ছিলেন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন ডন বস্কো স্কুলের ফাদার !বিধায়ক বাইরন বিশ্বাসের দুই ভাই মিল্টন বিশ্বাস। নিপনজিত বিশ্বাস সহ বিশ্বাস পরিবারের সকল সদস্যবৃন্দ।


এদিনের মেগা রক্তদান শিবিরে প্রায় 1500 ইউনিট রক্ত সংগ্রহ হয়। ও দুঃস্থ ব্যক্তির দের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।। 

এছাড়া এলাকার মানুষের সুবিধার্থে বিধায়ক বাইরন বিশ্বাস একটি এম্বুলেন্স তুলে দেন স্থানীয় একটি সংস্থার হাতে।

তবে এই প্রথমবার নয় বিধায়ক সাহেবের মানবিক উদ্যোগ এর আগেও দেখা গিয়েছে তিনি বিভিন্ন জায়গায় সমাজসেবা মূলক কাজ করেছেন এবং তার পরিবার সবসময় নিজেদেরকে সমাজসেবা মূলক কাজে নিয়োজিত করে রেখেছেন। 


২০২১ সালে দা O2 হাসপাতালের আয়োজনে সামশেরগঞ্জে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করেছিলেন বিধায়ক বাইরন বিশ্বাস তবে তিনি রাজনীতিতে তখন পদার্পণ করেননি। এবং সেই  রক্তদান শিবিরে 5700 ইউনিট রক্ত সংগ্রহ হয়েছিল এছাড়াও রক্ত সংগ্রহের আয়োজন না থাকার জন্য প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার রক্তদাতা রক্ত না দিয়েই ফেরত গিয়েছিলেন

 বিধায়ক বাইরন বিশ্বাস।।


বারংবার মানুষের সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছেন এবং পাশে থেকেছেন। তবে এদিনের মেগা রক্তদান শিবিরে বিধায়ক বায়রন বিশ্বাসের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ধন্যবাদ জানান সংসদ ইউসুফ পাঠান।


বিধায়ক মদন মিত্র বলেন, আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে বাবার স্মৃতির উদ্দেশ্যে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর এই মহৎ কাজ খুবই প্রশংসনীয়।


বাইরন বিশ্বাস বলেন,ছোটো থেকেই বাবাকে দেখেছি সব সময় মানুষের পাশে থাকতে এবং মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে। বাবার সেই আদর্শকেই পাথেয় করে সারা জীবন এগিয়ে যেতে চাই।সাধারণ মানুষকেও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment