Indiapost24 Web Desk:ঠিক ১৩ই নভেম্বর পশ্চিমবঙ্গ বিধানসভার ৬তি কেন্দ্রে উপ নির্বাচনের প্রাক মুহুর্ত্যে খোদ কলকাতায় আনা প্রচুর অস্ত্রগুলি উদ্ধারে সাফল্য পেল কলকাতা পুলিশের এস টি এফ। বিহারের মুংগের থেকে আনা এই অস্ত্রের গ্যাং লিডাআর ঝাড়খন্ডে ইজরাইল খান এস টি এফের হেফাজতে। তাঁকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।
শুধু কলকাতাতেই নয়, সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা থেক অস্ত্র, বোমা, বিস্ফোরক উদ্ধার হয়েছে। ১৩ই নভেম্বরের উপ নির্বাচনের সঙ্গে এই অস্ত্র, বিস্ফোরকের কোন যোগাযোগ আছে কিনা তা নিয়েও তদন্ত হচ্ছে। ইদানিং কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে বে-আইনি অস্ত্র, বিস্ফোরক উদ্ধারের একাধিক ঘটনায় সাধারণ মানুষ শঙ্কিত। তারা নিজেদের নিরাপত্তা নিয়ে বেজায় চিন্তায়। এরই মধ্যে কলকাতা পুলিশের এস টি এফ সক্রিয় হওয়ায় স্বস্তি প্রশাসনের অন্দর মহলেও।
0 comments:
Post a Comment