প্রাক্তন বাম মন্ত্রী আব্দুস সাত্তার হলেন মুখ্যমন্ত্রীর সংখ্যালঘু দপ্তরের উপদেষ্টা, রাজনৈতিক তরজা চরমে

 



Indiapost24 Web Desk:মুখ্যমন্ত্রীর সংখ্যালঘু উপদেষ্টা হলেন প্রাক্তন সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী তথা বাম থেকে কংগ্রেসে আসা আমডাঙার প্রাক্তন বিধায়ক আব্দুস সাত্তার। এদিন নবান্নের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে আব্দুস সাত্তার কে মুখ্যমন্ত্রীর সংখ্যালঘু উপদেষ্টা হিসেবে নিয়োগের খবর জানানো হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে এ-ও বলা হয়েছে মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রেও মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টার ভূমিকা পালন করবেন তিনি। বাম আমলে মাদ্রাসা এবং সংখ্যালঘু দপ্তরের মন্ত্রীর দায়িত্ব সামলানো এই আব্দুস সাত্তার সোমেন মিত্রের হাত ধরে কংগ্রেসে যোগ দিয়েছিলেন। এবার তাকেই সংখ্যালঘু এবং মাদ্রাসা দপ্তরের মুখ্য উপদেষ্টা হিসাবে নিয়োগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

এদিন নবান্নের তরফে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে স্পষ্ট বলা হয়েছে মুখ্যমন্ত্রীর সংখ্যালঘু এবং মাদ্রাসা বিষয়ক দপ্তরের উপদেষ্টা হলেও তিনি ক্যাবিনেট মন্ত্রীর সুমন মর্যাদা এবং সুযোগ সুবিধা পাবেন। প্রশ্ন উঠছে এখান থেকেই হঠাৎ করে কেন এমন পদক্ষেপ নিতে হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে। এদিন এই বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসার পরই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ঘটনাকে ফিস ফ্রাই পলিটিক্স বলে কটাক্ষ করেছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে বারটি আসনে জিততে সাহায্য করার জন্য এবং আরজিকর ঘটনা থেকে বেরিয়ে আসতে সাহায্য করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তার গুরুত্বপূর্ণ বন্ধু ইন্ডি জোটকে পুরস্কৃত করলেন। বাম সরকারের প্রাক্তন সংখ্যালঘু ও মাদ্রাসা বিষয়ক মন্ত্রী ডঃ আব্দুস সাত্তার হলেন তার নতুন মুখ্য উপদেষ্টা। এরপর রাজ্যের শাসক দলকে কটাক্ষ করে তিনি লিখেছেন টিএমসি -তৃণমূল মার্ক্সিষ্ট কম্ব।

আব্দুস সাত্তাকে এই পথ দেওয়ার পর কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছে, অনেকদিন ক্ষমতার বাইরে থেকে উনি হাঁপিয়ে উঠেছিলেন বোধ হয় তাই ন্যায় নীতিহীন সুবিধাবাদী এই আত্মসমর্পণ কংগ্রেস করতে অনেক শক্ত মেরুদন্ড আর ত্যাগ তিতিক্ষা লাগে। যেটা আমাদের হাজার হাজার কর্মী অন্যায়ের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ে প্রমাণ করেছেন আমাদের দলে এসবের কোন প্রভাব পড়বে না। এদিন এই প্রতিক্রিয়া দিয়েছেন কংগ্রেসের অন্যতম মুখপাত্র সৌম্য আইচ রায়।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment