সক্রিয় মায়াবতী হাতে দলিত কার্ড

 



Indiapost24 Web Desk:দলিত কি বেটি মায়াবতী এই মুহুর্ত্যে ভারতীয় রাজনীতিতে কোণোঠাসা এক অপ্রাসঙ্গিক রাজনৈতিক শক্তি। কিন্তু এবার নতুন উদ্যমে মায়াবতী দলিত কার্ডে জন সমর্থন ফিরে পেতে চাইছেন। বি এস পির প্রতিষ্ঠাতা তথা মায়াবতীর রাজনৈতিক শুরু মান্যবর কাশীরামের জন্মদিক ৯ই অক্টোবর লক্ষ্ণৌতে মায়াবতী সমাবেশ ডেকেছেন। উত্তর প্রদেশের সব প্রান্ত থেকে হাজার হাজার কর্মী সমর্থক এতে হাজির থাকবেন।

২৭-এ উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচনে আবার দলিত ভোটকে চোখের মণি করতে চাইছেন মায়াবতী। এ জন্য ভাইপো আকাশ আনন্দকে বি এস পির মহাসচিব ও সেকেন্ড ইন কম্যান্ড করতে চলেছেন মায়াবতী। চন্দ্রশেখর আজাদের ভীম আর্মিকে মোকাবিলা করতে এখন থেকেই আসরে নামতে চান মায়াবতী। তিনি এখনও বিজেপির খপ্পর থেকে বেরুতে পারছেন না বলেই মনে করছেন অখিলেশ যাদবের মত নেতারা।

হরিয়ানাতেও শেষ মুহুর্ত্যে কংগ্রেস মুখি দলিত ভোটে ভাংগন ধরাতে, বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে হরিয়ানাতেও প্রচারএ নামছেন মায়াবতী। কংগ্রেসের জয় ঠেকাতে দলিত ভোটে থাবা বসানোর লক্ষ্যে এখন সক্রিয় মায়াবতী ও তার রাজনৈতিক উত্তরাধিকারী আকাশ আনন্দ। বিজেপি মায়াবতী যোগ স্পষ্ট ।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment