রাজ্যপালের নারী নির্যাতনের নিয়ে বক্তব্যের পাল্টা হিসাবে তার বিরুদ্ধে থাকা দুই অভিযোগকে মনে করালেন কুনাল

 



Indiapost24 Web Desk:রাজ্যে পরপর ঘটে চলা নারী নির্যাতন ও হিংসার ঘটনায় সোমবার আরো একবার উদ্বেগ প্রকাশ করেছেন  রাজ্যপাল সিভি আনন্দ বোস । এদিন রাজভবনে এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, এই ধরনের অপরাধের পুনরাবৃত্তি রোধে সাধারণ মানুষের আরও সজাগ ও সচেতন হওয়া উচিত । পাশাপাশি তিনি এইসব ঘটনা রুখতে রাজ্য সরকারকে কঠোর পদক্ষেপ করার আহ্বান জানান । এদিন রাজ্যপালের এই বক্তব্য প্রকাশ্যে আসার পর পাল্টা জবাব দিতে দেরি করেনি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা তথা প্রাক্তন সংসদ কুনাল ঘোষ এদিন বলেন, রাজভবন সুরক্ষিত নয় এমন অভিযোগ তো অতীতে এসেছে। তার বিরুদ্ধে অন্তত দুজন মহিলা তো অভিযোগ করেছেন। রাজ্যপাল সাংবিধানিক পদ ব্যবহার করে সেই তদন্ত থেকে নিজেকে দূরে রাখছেন এবং এই ধরনের অভিযোগ করা বাংলার সম্মানকে কালিমালিপ্ত করার কাজ তিনি করছেন। আমি রাজ্যপালকে অনুরোধ করব আপনার বিরুদ্ধে যে দুই মহিলা অভিযোগ করেছেন, তাদের সঙ্গে একবার মুখোমুখি বসুন না। সেটাও একবার লাইভ স্ট্রিমিং হোক। আপনি যদি মহিলাদের জন্য এত কথা বলতে যান আপনার বিরুদ্ধে যে দুজন মহিলা অভিযোগ করেছেন তাদের সঙ্গে কথা বলে আগে তাদের অভিযোগের সুরাহা করুন। কনস্টিটিউশনাল পদের অপব্যবহার না করে পুলিশের তদন্তের মুখোমুখি হোন। দিল্লির তাজ প্যালেস হোটেল থেকে কলকাতার রাজভবন এই ঘটনাগুলোর তদন্ত হোক। এইসব তদন্ত এড়িয়ে গিয়ে নাটক করতে যান এমনটা হয় নাকি। উপরদিকে থুতু ছুটলে সেই ফুটো তো নিজের গায়েও পড়ে বলছেন কুনাল।

এদিন সঞ্জয় রাইয়ের বক্তব্য নিয়েও প্রতিক্রিয়া দেন কুনাল ঘোষ। সঞ্জয় রাইয়ের বক্তব্য নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, এটা সম্পূর্ণ বিচারাধীন বিষয়। ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই এই ব্যক্তিকে আরেস্ট করেছিল কলকাতা পুলিশ। এরপর সিবিআই এর হাতে তদন্ত যায় সিবিআই 58 দিনের মাথায় এর বিরুদ্ধে ধর্ষণ এবং খুনের চার্জশিট দেয়। সেই চার্জশিট এর উপর দাঁড়িয়ে আদালতের পরবর্তী প্রক্রিয়া হচ্ছে এর উপর কোন মন্তব্য করব না। কলকাতা পুলিশ শুধু এর বিরুদ্ধে তথ্য প্রমাণ তুলে ধরেনি। যারা বলেছিল উই ওয়ান্ট সিবিআই, সেই সিবিআইও একই যুক্তিতে একই তথ্য প্রমাণের উপর দাঁড়িয়ে এর বিরুদ্ধে চার্জশিট দিয়েছে। আরে বাকিটা নিয়ে আর কথা বলবো না। 

এদিন এই নিয়ে বিরোধীদের কটাক্ষয়ের জবাব দিতে ছাড়েননি কুনাল। যখন সঞ্জয় রাইয়ের নির্দোষ হওয়ার বক্তব্যকে সামনে রেখে বিরোধীরা তথ্য প্রমাণ নষ্টের অভিযোগ তুলছে। তখন কুনাল ঘোষ বলেন, যারা এখন সঞ্জয় রাইয়ের পক্ষে কথা বলছেন তারা নিশ্চয়ই তাকে তাদের দলীয় কোন পদে নিয়ে নেবেন। যদি এখন বিরোধীদের সিবিআই কেউ পছন্দ না হয়। সঞ্জয় যা বলছে সেটাকেই ধ্রুব সত্য মনে হয় তাহলে তাদের দলের পতাকা সঞ্জয় রাইয়ের হাতে দেওয়া উচিত।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment