৬ আসনেই জয়ে নিশ্চিত তৃণমূল

 


Indiapost24 Web Desk: কলকাতার সরকারি হাসপাতাল আর জি করে কর্ম রতা তরুণী চিকিৎসক –এর ধর্ষণ ও হত্যাকান্ডের প্রতিবাদ আন্দোলনে বেশ চাপে ছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু জুনিয়ার ডাক্তার ও বাম অতি বামের নিয়ন্ত্রনে থাকা নাগরিক আন্দোলনকে স্তিমিত করে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কৌশলী পদক্ষেপে আবারসামনের সারিতেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।

এই পরিস্থিতিতে সিতাই, মাদারিহাট, তালডাংরা, মেদিনীপুর, নৈহাটি, হাড়োয়ায় উপ নির্বাচন হতে চলেছে ১৩ই নভেম্বর। তৃণমূল কংগ্রেসের জোরদার প্রচার ও জন সংযোগের এখনই যথেষ্ট ব্যাকফুটে বিজেপি বাম – অতি বাম কংগ্রেসও।

রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতারা রাজ্যের ৬ টি উপ নির্বাচনী কেন্দ্রে বিপুল জপ্যে প্রত্যাশি এবং আত্মবিশ্বাসী যে আর জি কর কান্ডে দলের নীচের তলায় ভাঙ্গঙ্ঘটেনি। দলের সদস্য সমর্থকরা একজোট হয়ে আছেন। মুসলিম ও সঙ্খ্যালঘুরা এখনো তৃণমূলের প্রতি আস্থাশিল।

তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে এই ৬টি নির্বাচন কেন্দ্রে বিপুল ভোটে জয়লাভ করে ও বিজেপিকে শোচনীয় ভাবে হারিয়ে জাতীয় রাজনীতি তথা ইন্ডিয়া জোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাধান্য বিস্তারে আগ্রহী। তাই উপ নির্বাচনে কোন ফাঁক ফোঁকর রাখতে চায় না তৃণমূল। 

অতি সম্প্রতি উত্তর ২৪ পরগনায় মুসলিম সংখ্যালঘু প্রাধ্যানের অঞ্চল হাড়োয়া ও সন্দেশখালিতে তৃণমূলের দুই বিধায়ক আক্রান্ত হওয়ার পিছনে গোষ্ঠীদ্বন্দ্বের পাশে বিজেপি আর এস এস এর হাত থাকার সম্ভাবনা নিয়ে পর্যালোচনা চলছে। হাড়োয়ায় বাম অতি বাম নওশাদ সিদ্দিকির আই এস এফ জোট করে লড়ছে। এখানে বিজেপি আরে এস এসের সঙ্গে নওশাদের গোপন আঁতাতেরে সম্ভাবনা দেখছে ৪০-৫০ হাজার ভোটের মার্জিনে জয়লাভের স্বপ্ন দেখছে। অন্যদিকে বিজেপি হিন্দুদের ভোটে বাজিমাতের স্বপ্ন দেখলেও তা যে বাস্তবায়িত হবে না তা নিয়ে নিশ্চিত রাজনৈতিক মহল। উত্তর ২৪ পরগনার নৈহাটিতে তৃণমূল প্রার্থী সনৎ দে কে ৫০ হাজার ভোটের মার্জিনে জেতাতে মরিয়া স্থানীয় তরুণ সাংসদ পার্থ ভৌমিক। জমানত জব্দের আশঙ্কায় সিপিএম এখানে না লোড়ে অতি বাম লিবারেশন কে আসন ছাড়লেও একই পরিণতি হতে চলেছে। অন্যদিকে বিজেপি দ্বিতীয় স্থান পেলেই সন্তুষ্ট থাকবে। দলে সাংসদ অর্জুন সিং এখনো নৈহাটিতে ঢুকতেই পারেন নি।

তৃণমূলের দাবি বাঁকুড়ার তালডাংরার ৩০-৪০ হাজার , মেদিনীপুর শহর আসনে ২৫- ৩০ হাজার , কোচবিহারের সিতাইয়ে ৪০-৫০ হাজার, ও বিজেপির শক্ত ঘাঁটি চা বাগান উপজাতি এলাকা মাদারিহাটে তৃণমূল কংগ্রেস জয়েরর ব্যাপারে আত্মবিশ্বাসী। এখানে ১০-১৫ হাজারের মার্জিনে জয়ের ব্যাপারে আস্থাশীল তৃণমূল। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির বিক্ষুব্ধ নেতা জন বার্লা র সমর্থক রা বিজেপি প্রার্থী কে হারাতে প্রচারে নামায় অস্বস্তিতেই গেরুয়া শিবির।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment