Indiapost24 Web Desk:সার সরবরাহ নিয়ে এবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলল রাজ্য সরকার। রবি মরশুমের আগে সারের যোগান স্বাভাবিক থাকার জন্য বিভিন্ন সার সরবরাহকারী সংস্থাগুলির সঙ্গে মঙ্গলবার বৈঠক করেন রাজ্যের কৃষি ও পরিষদীয় দপ্তরের মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা তথা রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারও। এই বৈঠক থেকেই সারের সরবরাহ নিয়ে বঞ্চনার অভিযোগ তুললেন রাজ্যের দুই মন্ত্রী। শুধু তাই নয়, বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সারের জোগান নিয়ে মিথ্যাচারের অভিযোগ ও তুলেছেন তারা।
মঙ্গলবার নবান্নে খরিফ মরশুম শেষে রবি মরশুমের সারের যোগান নিয়ে আলোচনার জন্য বিভিন্ন সার সরবরাহকারী সংস্থাগুলিকে বৈঠকে ডেকেছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় । সেখানে রবি মরশুমে কী পরিমাণ সার রাজ্যের প্রয়োজন হবে এবং সেগুলি সরবরাহের জন্য কী কী পদক্ষেপ প্রয়োজন, তা নিয়ে আলোচনা হয় ।
এই দিনের মিটিং থেকে সার সরবরাহকারীদের উদ্দেশ্যে বলা হয়েছে, নভেম্বর মাসের মধ্যে প্রয়োজনীয় পরিমাণ সারের যোগান সুনিশ্চিত করতে হবে । এদিন মন্ত্রী এও স্পষ্ট করে দিয়েছেন, যদি এক্ষেত্রে রাজ্যকে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলাদা করে আলোচনা করতে হয় । তাতেও প্রস্তুত রাজ্য । কিন্তু কোনোভাবেই সারের ঘাটতি মেনে নেওয়া হবে না ৷
এদিন নবান্নের বৈঠকে রাজ্যের প্রধান সার প্রস্তুতকারী এবং সরবরাহকারী সংস্থাগুলিকে নিয়ে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং পঞ্চায়েত মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার। সেখানেই তারা অভিযোগ করেন, ২০২১ সালের পর থেকে দু ধরনের সারের সরবরাহ আচমকা কেন্দ্র সরকার কমিয়ে দিয়েছে। বিরোধীরা যদিও অভিযোগ করছেন, রাজ্যে সারের কালোবাজারি চলছে । আর তা পর্যালোচনা করতেই আজ এই বৈঠক করেন এ রাজ্যের দুই মন্ত্রী। সেখানে দেখা গিয়েছে 2021 সালের পর থেকে রাজ্যে তাৎপর্যপূর্ণভাবে সারের যোগান কমছে। পরিসংখ্যান দিয়ে তারা অভিযোগ করেন এনপিকে ১০-২৬-২৬ সারের চাহিদা এই সময় সবচেয়ে বেশি। কিন্তু দেখা যাচ্ছে ২০২১ সালের তুলনায় বর্তমানে সেই সারের সরবরাহ ৪.৩৯ লাখ টন থেকে ২.২৭ লাখ টনে কমিয়ে দিয়েছে কেন্দ্র। তাদের অভিযোগ, এ নিয়ে মুখ্যসচিব, কৃষি সচিব বার বার কেন্দ্র সরকারকে চিঠি দিয়েও কোনও লাভ হয়নি। উল্টে সারের সরবরাহ কমেছে। যদিও কিছু কিছু ক্ষেত্রে কেন্দ্র দাবি করেছে বরাদ্দ বেড়েছে। কিন্তু এই বিষয়ে সরবরাহকারী সংস্থাগুলি -এ বিষয়ে বিন্দু বিসর্গ জানে না। আর তা নিয়েই এই দুই মন্ত্রী কেন্দ্রের মনোভাব প্রশ্ল তুললেন।
0 comments:
Post a Comment