অসুস্থ হয়ে হাসপাতালে বর্ষিয়ান বাম নেতা বিমান বসু

 



Indiapost24 Web Desk:অসুস্থ বর্ষীয়ান সিপিএম নেতা তথা বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। রাজ্য রাজনীতিতে বিমান বসু পরিচিত নাম। সাম্প্রতিক অতীতে তার নিয়ন্ত্রিত জীবন যাপন বরাবরই আলোচনায় থেকেছে। নিয়ন্ত্রিত জীবন যাপনের জন্যই কেউ কেউ তাকে রাজনৈতিক সন্ন্যাসীও বলেন। সেই বিমান বাবুই অসুস্থ। সোমবার রাতেই তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিকভাবে সিপিএম সূত্রে যতটুকু জানা যাচ্ছে, তাঁর জ্বর ছিল। সঙ্গে কফ, সর্দির সমস্যাও রয়েছে।


সম্প্রতি তিনি বালুরঘাটে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পর আচমকাই অসুস্থ হয়ে পড়েন বিমান বসু। ঠান্ডা লাগা থেকেই জ্বর সর্দি কাশির উপদ্রব। সোমবার এই অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সূত্রের খবর, আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। এরপর মঙ্গলবার তাঁর বেশ কিছু পরীক্ষা করা হয়েছে। চিকিৎসকদের তরফ থেকে বলা হচ্ছে সেই রিপোর্ট আসার পর  পরবর্তী চিকিৎসাপদ্ধতি নিশ্চিত করবেন বলে দলীয় সূত্রে খবর।

দলীয় সূত্রে জানা গিয়েছে, শরীর অসুস্থ হলেও প্রথমে হাসপাতালে ভর্তি হতে রাজি হননি এই প্রবীণ নেতা। আলিমুদ্দিনে থেকেই তিনি চিকিৎসা করাতে চেয়েছিলেন। তবে তার শ্বাসকষ্ট শুরু হয়েছিল এই অবস্থায় আলিমুদ্দিনের বাম নেতৃত্ব আর কোন ঝুঁকি নিতে চাননি। দলের অন্যান্য প্রবীণ নেতারা তাঁকে বুঝিয়ে হাসপাতালে ভর্তি করেন। তবে আপাতত তার শরীরের অবস্থা অনেকটাই ভালো সিপিএম নেতা রবীন দেব বলেন, আপাতত বিমানদা স্থিতিশীল রয়েছেন। কয়েকজন তাঁকে গিয়ে দেখে এসেছেন।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment