'আমি কিন্তু পুরোপুরি নির্দোষ।আমায় ফাঁসানো হয়েছে',প্রিজন ভ্যান চাপড়ে চিৎকার সঞ্জয়ের




Indiapost24 Web Desk:আরজি কর কাণ্ডে সোমবার ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জ গঠন হল শিয়ালদহ আদালতে। এদিন আরও একবার নিজেকে নির্দোষ বলে দাবি করলেন আরজি কর কাণ্ডে ধৃত সিভিক ভলান্টিয়ার। আদালতে চার্জ গঠনের পর তাঁকে প্রিজন ভ্যানে তোলার সময়ে চিৎকার করে বলতে থাকেন, 'আমি কিন্তু পুরোপুরি নির্দোষ। আমায় ফাঁসানো হয়েছে।' পাশাপাশি সরকারের বিরুদ্ধে ফাঁসানোর অভিযোগও তুলেছেন তিনি।

ধৃত সঞ্জয় রায় এদিন বলেন, 'আমি এতদিন চুপচাপ ছিলাম। আমি কিন্তু ধর্ষণ-খুন করিনি। আমার কথা শুনছে না। সরকারই আমাকে ফাঁসাচ্ছে। আমি এতদিন চুপচাপ ছিলাম।' তিনি আরও যোগ করেন, 'আমায় সব জায়গায় ভয় দেখাচ্ছে। যে তুমি কিছু বলবে না, তুমি কিছু বলবে না। আমার ডিপার্টমেন্ট আমায় ভয় দেখিয়েছে। আমি কিন্তু নির্দোষ।'

প্রসঙ্গত, গত ৯ আগস্ট আরজি করের চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার পর ৮৭ দিনের মাথায় সঞ্জয় রায়ের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু হল। আগামী ১১ নভেম্বর থেকে প্রত্যেক দিন শুনানি চলবে। এর আগেও সঞ্জয় রায় নিজেকে নির্দোষ বলে দাবি করেছে। কিন্তু কোনওদিন সংবাদমাধ্যমের সামনে এইভাবে চেঁচিয়ে নিজেকে নির্দোষ বলেননি।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment