কলকাতা পুরসভার উদ্যোগে তৈরি হচ্ছে মডেল স্কুল

 


Indiapost24 Webdesk:সন্তানকে ভালো বা নামিদামি কোনও বেসরকারি স্কুলে পড়াতে কে না চায়? কিন্তু চাইলেই তো আর তা সবার পক্ষে সম্ভব হয় না। কারণ, মূলত আর্থিক দিকটাই বাধা হয়ে দাঁড়ায় অধিকাংশ বাবা-মায়ের কাছে। এবার  সেই সমস্যার সমাধান হতে চলেছে। কলকাতা পুরসভার উদ্যোগে তৈরি হচ্ছে একগুচ্ছ মডেল স্কুল। পরিকাঠামোগত দিক থেকে যা নামিদামি স্কুলকেও হৃর মানাবে। 

এই বিষয়ে পুরসভার মেয়র পরিষদ সদস্য সন্দীপন সাহা দাবি করেছেন, 'আমাদের আর্থিক দিক থেকে সম্বল নেই। কিন্তু তার মধ্যেও আমরা একটা একটা করে স্কুল করছি। তবে আমরা যে স্কুল করছি সেটা দেখে প্রাইভেট স্কুল লজ্জা পাবে। সব কটা স্কুল ঢেলে সাজানো হচ্ছে।'


অন্যদিকে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন যে, বর্তমানে ১৫টি মডেল স্কুল রয়েছে পুরসভার। 


জানা গিয়েছে, এখানে পড়ুয়াদের সবদিক থেকে গড়ে তোলার ব্যবস্থা রাখা হচ্ছে। যাতে বই পড়ার অভ্যাস তৈরি হয়। হাতেকলমে সব কিছু শিখতে পারে। ছাত্রজীবন কাটবে একটা ভাল পরিবেশের মধ্যে। চিন্তা ও কল্পনাশক্তি বাড়বে। বেড়ে উঠবে শিক্ষার আলোয়। এমনটাই দাবি করা হয়েছে। মেয়র চান বেসরকারি স্কুলের পড়ুয়াদের মতো পড়ার পরিবেশ পাওয়া উচিত পুরস্কুলের পড়ুয়াদেরও। তাই উদ্যোগ  নেওয়া হচ্ছে। এর ফলে নিম্ন আয়ের পরিবারের শিশুরাও ভালো মানের পরিকাঠামো পাবে।

Ball pen


Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment