Indiapost24 Web Desk: তৃণমূল কংগ্রেসের কৃষ্ণনগরের ফায়ারব্যান্ড সাংসদ মহুয়া মৈত্র এবার নিজের সাংসদীয় কেন্দ্র ও সাংগঠনিক এলাকার ৬ বিধায়কের বিদ্রোহের সম্মুখীন হয়েছেন। মহুয়া মৈত্র স্বৈরাচারী মানসিকতা থেকে দলের জন প্রতিনিধিদের সঙ্গে আচরণ করে থাকেন। প্রতিটি বিধানসভা কেন্দ্রে নিজের অনুগামীদের দিয়ে পালটা সংগঠন চালান বলে অভিযোগ ৬ জন তৃণমূল কংগ্রেসের বিধায়কের।
উজ্জ্বল বিশ্বাস, কল্লোল খান, বিমলেন্দু সিঙ্ঘ রায়, রুকবানুর রহমান সহ ৬ জন বিধায়ক দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে নদীয়া জেলার সাংগঠনিক সভানেত্রী মহুয়া মৈত্রের দ্রুত অপসারণের আর্জি জানিয়েছেন। স্বাভাবিক ভাবেই আদানি ইস্যুতে মুখ খুলে মহুয়া মৈত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের গুড বুকে এই মুহূর্তে নেই। তাঁর অপসারণ এবং নতুন জেলা সভাপতি নিয়োগ এখন সময়ের অপেক্ষা মাত্র বলেই মনে করছেন রাজনৈতিক মহল। মহুয়া মৈত্র কে আগেই দলীয় নেতৃত্ব সতর্ক করলেও তিনি গণতান্ত্রিক ভাবে দল চালাচ্ছেন না বলেই দলের শীর্ষ নেতৃত্বের কাছে খবর।
0 comments:
Post a Comment