Indiapost24 Web Desk:ফাঁসি নয়, আরজি করের ধর্ষণ-খুনে আমৃত্যু কারাবাসের নির্দেশ দিল শিয়ালদহ আদালত! বিচারক অনির্বাণ দাসের পর্যবেক্ষণ, ‘এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম ঘটনা নয়’।
ভারতীয় ন্যায় সংহিতার ৬৪, ৬৬ এবং ১০৩ (১) এই তিনটি ধারায় দোষী সাব্যস্ত হয়েছে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। সিবিআই মৃত্যুদণ্ডের জন্য সওয়াল করলেও শেষমেশ আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক অনির্বাণ দাস। সঙ্গে জরিমানা করা হয়েছে ৫০ হাজার টাকা। জরিমানার অর্থ দিতে না পারলে আরও চার মাসের কারাদণ্ডের নির্দেশ দেয় শিয়ালদহ আদালত।
এ ছাড়াও ধর্ষণের জন্য ৭ লক্ষ এবং হত্যার জন্য ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছে। বিচারক বলেন, ‘রাষ্ট্রের দায়িত্ব নির্যাতিতার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার। মোট ১৭ লাখ ক্ষতিপূরণ নির্দেশ এই মৃত্যুতে টাকা দিয়ে কোনও ক্ষতিপূরন হয়না। কিন্তু আইন বিধি মেনে এই ক্ষতিপূরণ দেওয়া হয়’।
এই রায় শুনে কেঁদে ফেলেন নির্যাতিতার বাবা ও মা। বাবা বলেন, ‘আমরা ন্যায় বিচারটাই বরাবর চেয়েছি।’ বিচারক বলেন, ‘আমি আমার বিচারটুকুই করেছি। এরপর উচ্চতর আদালতে যেতে পারেন আপনারা।’ নির্যাতিতার পরিবার জানিয়েছে, তাঁরা কোনও ক্ষতিপূরণ নিতে রাজি নয়।
0 comments:
Post a Comment