যোগী রাজ‍্যের তেল সংস্থার বিনিয়োগ পশ্চিমবঙ্গে

 


Indiqpost24 Web Desk:বিশ্ব বাণিজ্য সম্মেলনের আগেই বিনিয়োগের শুভ খবর পশ্চিমবঙ্গে। যোগী আদিত্যনাথের রাজ্য উত্তর প্রদেশ থেকে প্রায় পঞ্চাশ কোটি টাকা বিনিয়োগ আস্তে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায়। সোমবার কলকাতার নেহরু চিলড্রেন্স মিউজিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে সে কথা জানিয়েছেন আগ্রা অয়েল অ্যান্ড জেনারেল ইন্ডাস্ট্রিজের রাষ্ট্রীয় প্রধান সঞ্জীব অলগ। তিনি বলেন, "বর্তমানে আমাদের ১০০ জন ডিলার এবং রিটেলার সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে কাজ করছেন। কিন্তু আমরা চাইছি আমাদের কাজের পরিধি আরও বেড়ে উঠুক।" তিনি আরও বলেন, "ব্যবসা বাড়াতে আমরা বেশ কিছু নতুন কৌশল আনার কথা ভেবেছি। এর জন্য সংস্থার বিপণন ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে।"


পাইকারি থেকে খুচরা ব্যবসায়ীদের জন্য আনা হচ্ছে নতুন নতুন বিষয়। এই ৫০ কোটির বিনিয়োগ আগামী কয়েক বছরে দুই থেকে তিন গুণ হতে পারে বলেই মনে পড়ছে সংস্থাটি। এই পরিমাণ বিনিয়োগ রাজ্যে এলে রাজ্যে শুধু বিনিয়োগ বাড়বে এমনটা নয়, প্রচুর মানুষের কর্মসংস্থান হতে পারে বলেও মনে পড়ছে সংস্থাটি। রাজ্যের ৫০ কোটির বিনিয়োগ নিয়ে আসছে তার কোম্পানির সে কথা জানিয়েছেন আঞ্চলিক ম্যানেজার বিকাশ ঘোষ। তিনি বলেছেন, "আমরা আমাদের কৃষ্ণা সোয়া রিফাইন তেল নিয়ে গত ২০ বছর ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে কাজ করেছি। এখন সময় এসেছে সেই ব্যবসার সম্প্রসারণের। তাই আমরা আমাদের নতুন ব্র্যান্ডেড সরষের তেল স্বস্তিকা নিয়ে আমরা পশ্চিমবঙ্গের বড় করে ব্যবসা করা সিদ্ধান্ত নিয়েছি।"



Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment